Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পাটনায় বিক্ষোভ দেখাতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার।

বিজেপি নেতাকে পিটিয়ে মারল নীতীশের পুলিশ,পাটনায় BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার,রইলো সেই ভিডিও,দেখুন….

বিজেপি নেতাকে পিটিয়ে মারল নীতীশের পুলিশ,পাটনায় BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার,রইলো সেই ভিডিও,দেখুন….

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিজেপি নেতাকে পিটিয়ে মারল নীতীশের পুলিশ,পাটনায় BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার,রইলো সেই ভিডিও,দেখুন…. বিহার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার। শিক্ষক নিয়োগের নীতি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া, ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না হওয়া, অপরাধের সংখ্যা বৃদ্ধি এবং আগুয়ানি ঘাট এলাকার সেতু ভেঙে পড়ার মতো বিভিন্ন বিষয় নিয়ে এদিন ‘বিধানসভা অভিযানে’র ডাক দিয়েছিল বিজেপি। বিজেপি কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে বিহার পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাসের সেলও ব্যবহার করা হয়। লাঠির আঘাতেই বিজয় কুমার সিং নামে এক বিজেপি নেতার মৃত্যু হয়। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পটনা শহরের ডাকবাংলা চৌরাস্তায়। বিহার পুলিশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বিজয় সিং। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, চিকিৎসকরা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।

 

 

 

 

 

আগামী সপ্তাহে শিক্ষা বিভাগের সকল কর্তাদের দ্বারা ছুটি নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বিহার শিক্ষা বিভাগ। বিভাগের জারি করা আদেশ অনুসারে, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রোগ্রাম অফিসার এবং অন্যান্য সরকারি কর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। একমাত্র বিশেষ পরিস্থিতিতে ছুটি পাওয়া যেতে পারে। তবে, তার জন্য উপসচিব কেকে পাঠকের অনুমতি নিতে হবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের।

 

 

 

https://twitter.com/YgSeni_YuIiya/status/1679427106717982722?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1679427106717982722%7Ctwgr%5E29c60706412cbfdd94b79549dd2b16e468cf3327%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fbjp-leader-killed-as-bihar-police-use-lathi-charge-water-canons-during-protest-rally-858828.html

 

 

 

 

 

 

 

আরও পড়ুন –  বিজেপির হয়ে রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিলেন অনন্ত মহারাজ,সঙ্গে কারা ছিলেন ?

 

 

 

টুইটারে বিজেপি নেতার মৃত্যুর খবরটি জানান, রাজ্যসভার সাংসদ সুশীল মোদী। বিজেপির ঘটনার পরে, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও টুইট করে বিহার সরকারকে আক্রমণ করেছেন। হিন্দিতে করা টুইটে তিনি বলেছেন, “রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা এবং অযোগ্যতা ঢাকতেই পটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। মহাগঠবন্ধন সরকার তাদের দুর্নীতির দুর্গ রক্ষা করতে আক্রমণ করছে গণতন্ত্রের উপর। অভিযুক্তদের বাঁচাতে নিজের নৈতিকতা বিসর্জন দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।”

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top