Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কার, বেলাগাম আক্রমণ করলেন অভিষেককেও

‘পারলে মাহাতোদের ৫০০ টাকা বন্ধ করে দেখাক’, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে পাশাপাশি বেলাগাম আক্রমণ করলেন অভিষেককেও

‘পারলে মাহাতোদের ৫০০ টাকা বন্ধ করে দেখাক’, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে পাশাপাশি বেলাগাম আক্রমণ করলেন অভিষেককেও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘পারলে মাহাতোদের ৫০০ টাকা বন্ধ করে দেখাক’, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে পাশাপাশি বেলাগাম আক্রমণ করলেন অভিষেককেও । পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন BJP নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেই সঙ্গে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জও করেছেন তিনি। তৃণমূলকে ভোট না দিলে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার ভয় দেখানোকেও কটাক্ষ করে BJP সভানেত্রী বলেন, ‘উনি মুখ্যমন্ত্রী না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যে ৫০০ টাকার জন্য মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে ভোট আদায় করছেন! পারলে মাহাতোদের ৫০০ টাকা বন্ধ করে দেখাক। তাঁরাও তো বলেছেন যে এবার তাঁরা ভোট দেবেন না তৃণমূলকে।’

 

 

 

এছাড়াও প্রিয়াঙ্কা বলেন, ‘গোটা দেশে ১২টা রাজ্যে BJP একা ক্ষমতায় রয়েছে। কিন্তু সেখানে ৫০০ টাকার ভিক্ষে দিতে হয় না। কারণে সেখানে মানুষের হাতে চাকরি আছে, ভালো ব্যবসা হয়। এখানে পিসি ভাইপো মানুষকে ভিখারি বানিয়ে রেখেছেন, তাই মানুষকে ৫০০ টাকা করে ভিক্ষা দিচ্ছে। আমরাও এখানে অন্যান্য রাজ্যের মতো উন্নতি চাই, মানুষের হাতে চাকরি দিতে চাই। কিন্তু চোর পিসি ভাইপো চান না যে মানুষের উন্নতি হোক।

 

 

 

 

এদিন প্রচারের আগাগোড়া প্রিয়াঙ্কা লাগাতার মুখ্যমন্ত্রী ও অভিষেককে আক্রমণ করে যান। এছাড়াও পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিক্ষুব্ধ এত নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোকেও সমর্থন করেছেন তিনি।

 

 

 

 

এদিন হাওড়া জেলায় BJP প্রার্থীদের নিয়ে ভোট প্রচারে বেরোন BJP সভানেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সাঁকরাইল ব্লকে পাঁচপাড়া ত্রিকোণ পার্ক থেকে নিমতলা বড়পুকুর পর্যন্ত সুসজ্জিত প্রচারে মানুষের বাড়ি ও এলাকায় গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচার করেন তিনি।

 

 

 

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যে অনুন্নয়নের কথা তুলে ধরেন। এদিন তিনি কটাক্ষ করে বলেন, ‘গরীব মানুষের দেহে বস্ত্র নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে দেওয়া ছবিতে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। যা দেখে সে ছেলে না মেয়ে বোঝা দায়।’

 

 

আরও পড়ুন –   ভালো খবরের আশায় কেষ্ট ,জামিনের জন্য আবেদন করেছেন অনুব্রত মণ্ডল

 

 

 

ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেন তিনি। পাশাপাশি অভিষেকের নব জোয়ার কর্মসূচিকে বাঁদরের লাফানোর সঙ্গেও তুলনা করেন। এরপর তিনি বলেন, ‘মমতা যে এত বড় বড় কথা বলেন উন্নয়ন দরজায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে তাঁর ভাইপোকে বাঁদর হয়ে কেন গাড়ির ওপর উঠে লাফাতে হল? তা সত্ত্বেও মানুষ গিয়ে বলেছেন আমরা এটা পাইনি, ওটা পাইনি। শেষে পিসিকে নিজেই যেতে হল। তারপর ভাইপো আবার বললেন যে আগেরবার তুমি পা ভাঙার নাটক করেছিলে, আর এবার তুমি কোমর ভাঙার নাটক করে নাও।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top