মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় BJP নেতার,বললেন’এই ভয়ানক চিত্র সারা দেশের সামনে তুলে ধরব…’,বামেদের শাসনের চেয়েও খারাপ শাসন চলছে তৃণমূলের আমলে।এই চিত্র সারা দেশের সামনে তুলে ধরা হবে। সেই পঞ্চায়েত নির্বচন চলাকালীন আক্রান্ত বিজেপি নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর এমনটা জানালেন BJP ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য রবিশঙ্কর প্রসাদ।রবিশঙ্কর প্রসাদের হুঁশিয়ারি,’শুধু বাংলায় নয়,গোটা দেশের সামনে মমতাজীর বাংলার এ দৃশ্যের কথা তুলে ধরব।’
এদিন কোচবিহারের এক বেসরকারি হোটেলে আক্রান্ত বিজেপির নেতা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এরপর কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে গিয়ে জখম ব্যাক্তিদের সাথে দেখা করেন তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা।
প্রায় রাতেই সংঘর্ষের ঘটনা ঘটছে। চলছে গুলি।ফাটছে বোমা। ইতিমধ্যে কোচবিহারে ৫ রাজনৈতিক কর্মী ও এক ভোটারের মৃত্যু হয়েছে।জখম হয়েছে অনেকে।বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা কর্মী বাড়িছাড়া।তারা কেউ পার্টি অফিসে আবার কেউ নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছে।অনেকে আবার অসমে আশ্রয় নিয়েছে। বিজেপির একাধিক কর্মী আক্রান্ত হয়েছে জানান হয়েছে বিজেপির তরফে।
এই পরিস্থিতিতে সেসব ঘটনা খতিয়ে দেখতে এবং অশান্তপ্রবণ এলাকায় যাবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।শুক্রবার সকালে কোচবিহারে আসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য রবিশঙ্কর প্রসাদ বলেন,’বাম আমলের চেয়ে খারাপ অবস্থা তৃনমুল সরকারের আমলে।আর বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন।তাই তিনিও বিজেপি কর্মকর্তাদের মারধর করছেন।’
আরও পড়ুন – ট্রেনে করে এসে ‘খুন’,১২ ঘণ্টায় লেকটাউনের দমকলকর্মী খুনের ঘটনার কিনারা করল পুলিশ
শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ কোচবিহার ষ্টেশনে নামেন বিজেপির ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রবীশঙ্কর প্রসাদ।নিউ কোচবিহার রেলষ্টেশনে নামলে তাঁকে স্বাগত জানান বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়।এরপর পঞ্চায়েতে হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন।পাশাপাশি বৃহস্পতিবার বিহারে বিজেপি নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করেন। এদিন তিনি বলেন,’বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন।আর বিহারে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করছেন।কোচবিহার থেকে এই ঘটনার নিন্দা জানাই।’