বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু, কোন দুর্নীতি ফাঁস করার কথা বললেন বিরোধী দলনেতা ? রাজ্যে ফের এক দুর্নীতির পর্দা ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে এই ব্যাপারে সাংবাদিকদের ইঙ্গিত দেন তিনি (Suvendu Adhikari)। এমনকি এই দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি যুক্ত আছেন বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক (Suvendu Adhikari)। পাশাপাশি, নন্দীগ্রাম (Nandigram) ইস্যুতেও এদিন সরব হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিধানসভায় বিজেপি (BJP) পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বিষয়টি আলোচনার প্রসঙ্গ তুললে নন্দীগ্রাম (Nandigram) বিধানসভার নির্বাচন নিয়ে সরাসরি মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে কটাক্ষ করে তিনি জানান, নন্দীগ্রাম (Nandigram) বিধানসভায় লোডশেডিং করে তাঁকে হারিয়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন – লোকসভায় মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু, কি বললেন বিরোধী দলনেতা ?
শুভেন্দু অধিকারী এদিন জানান, সরকারি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা Webel এবং WBTL এ দুর্নীতি হয়েছে। এই দুই সংস্থার টেন্ডার সংক্রান্ত কিছু বিষয় দুর্নীতি হয়েছে বলে দাবি তাঁর। তাঁর কথায়, ‘ আগামীকাল, শুক্রবার আরেকটা দুর্নীতির কথা আমি আপনাদের জানাবো। এই দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত রয়েছেন। Webel এবং WBTL কিছু টেন্ডারের নথি আমার কাছে রয়েছে।’ এর আগে সরকার পড়ে হওয়ার দিনক্ষণ বলে দেওয়া থেকে শুরু করে ৩৫৫ ধারা জারি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছেন তিনি। এবার সরকারের আরও এক দুর্নীতির পর্দা ফাঁস করবেন তিনি বলে জানালেন। প্রসঙ্গত, দুদিন আগেই Webel সংস্থার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন – ইডি ডিরেক্টর সঞ্জয়ের মেয়াদ বাড়ানোর আর্জি আবার মেনে নিল সুপ্রিম কোর্ট
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )