দেহ ঝুলছে গাছে, অথচ পা ভাঙা, রহস্যমৃত্যু বিজেপির বুথ সভাপতির

দেহ ঝুলছে গাছে, অথচ পা ভাঙা, রহস্যমৃত্যু বিজেপির বুথ সভাপতির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেহ ঝুলছে গাছে, অথচ পা ভাঙা, রহস্যমৃত্যু বিজেপির বুথ সভাপতির,ঝড়-বৃষ্টির সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা। আম কুড়নোর জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না বিজেপি নেতা। বাগানেই মিলল ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম নকুল হালদার। নদিয়ার হাঁসখালি থানা এলাকার ঘটনা। রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।

 

 

 

 

 

 

মৃতের আত্মীয়দের দাবি, বাড়িতে কোনও অশান্তি হয়নি। আত্মহত্যা করার কোনও কারণও নেই। আর পা ভাঙা দেখে পরিবারের অনুমান, কেউ বা কারা মারধর করেছিল, তারপরই মৃত্যু হয়েছে। নকুল হালদারের ছেলে বলেন, বাবাকে মার্ডার করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।

 

 

 

 

মঙ্গলবার রাতের ঘটনায়। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পর আম বাগানে আম কুড়নোর জন্য গিয়েছিলেন বিজেপির বুথ সহ-সভাপতি নকুল হালদার। তিনি পেশায় একজন কৃষক বলেই জানা গিয়েছে। আম কুড়তে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বেশ কয়েক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর বাড়িতে খবর আসে, মৃত্যু হয়েছে নকুল হালদারের। কেউ কেউ পরিবারকে জানান, আত্মহত্যা করেছেন নকুল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি নেতার পরিবার-পরিজনেরা।

 

 

 

 

 

 

এরপরই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাড়িতে। ঝুলন্ত অবস্থায় দেহ মিললেও তাঁর পা দুটি ভাঙা ছিল বলে দাবি পারি পরিবারের। ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। মৃত নকুল হালদার হাঁসখালি থানার অন্তর্গত পিপুল বেড়িয়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই খুন করা হয়েছে নকুল হালদারকে।

 

 

 

আরও পড়ুন –   চিঠিতে কেন অভিষেকের নাম? কুন্তল ঘোষকে জেলের মধ্যেই জেরা CBI-এর

 

 

 

মৃত নকুল হালদারের ছেলের অভিযোগ,তাঁর বাবাকে বিজেপি করার জন্য পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।তবে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারী। এই ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কৃষ্ণগঞ্জ থানায়। বিজেপির বুথ সহ-সভাপতির মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপান-উতোর চরমে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

 

(সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top