পুলিশের ‘বাপ-মা’ তুলে বেনজির হুমকি বিজেপি সাংসদ সৌমিত্রর

পুলিশের ‘বাপ-মা’ তুলে বেনজির হুমকি বিজেপি সাংসদ সৌমিত্রর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুলিশের ‘বাপ-মা’ তুলে বেনজির হুমকি বিজেপি সাংসদ সৌমিত্রর ,পুলিশের পদস্থ কর্তাকে ‘তুই-তোকারি’। তাঁর পরিবারকে তুলে ধমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে সর্বসমক্ষে হুমকি দিলেন বিজেপি সাংসদ। সৌমিত্র (Soumitra Khan) বললেন, “আইসি অনেকদিন দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।” সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে।

 

 

 

 

কেন আইসি-কে হুমকি সৌমিত্রর?

সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকার প্রায় ২০০ টি স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে সরব হন সৌমিত্রও। সেই বিক্ষোভ থেকে সাংসদ দাবি করেন, এই মহিলারা যখন সোনামুখী থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তখন থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করেন।

 

 

 

 

এরপরই বিজেপি সাংসদ বেলাগাম ও অশালীন ভাষায় সোনামুখী থানার আইসি-কে হুমকি দিয়ে বলেন, “তোর ঘরে মা বোন নেই আইসি? এখানের মা বোনেদের টাকা চুরি করবি?” পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি এদিন সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকির সুরে বলেন, “আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব।”

 

 

আরও পড়ুন – ৭১ হাজার জনকে চাকরির নিয়োগ পত্র দেবেন প্রধানমন্ত্রী

 

 

এ দিকে, সাংসদ সৌমিত্র খাঁ-র এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে সব মহল। তৃণমূলের দাবি সাংসদের এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে।

 

 

আরও পড়ুন –   ‘এ বার জেলে যেতে হবে, তৈরি থাকুন’! জাতীয় দলের তকমা পাওয়ার পর…

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top