নিউজ ডেস্ক ২৬ ডিসেম্বর ২০২০: শুভেন্দুসহ তৃনমূল থেকে বিজেপিতে আসা ৪৩জনকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে আজ বিজেপির। সেই কারনেই যখন সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি বিজেপি অফিস চত্বরে আসে পৌঁছায় তখন তাঁকে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হেস্টিংস অফিস চত্বরে।
সুনীল মণ্ডলের গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীসমর্থকেরা। ভেঙ্গে দেওয়া হয় গাড়ির সামনের অংশ। হেস্টিংস মোড় ভরে উঠেছে তৃণমূলের পতাকায়। এসবে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। সূত্রের খবর, হঠাৎ করে বিজেপির অফিসের সামনে একটি পথসভার জন্য মঞ্চ বাঁধে তৃণমূল। তারপরই মাইক লাগিয়ে মা মাটি মানুষের গান বাজাতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা। এই গোটা ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও পুলিশের মদতেই অফিসের সামনে এভাবে মঞ্চ বেঁধেছে তৃণমূল অভিযোগ বিজেপির। জানা গেছে আগে থেকে এই পথসভার ঘোষণার কথা ছিলনা। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে এই পথসভা হচ্ছে।এপ্রসঙ্গে এই কর্মসূচিতে অংশ নেওয়া এক তৃণমূলকর্মী সমর্থকের বক্তব্য, “ কৃষি আইন ও গ্যাসের দাম বাড়ার জন্য আজকের এই প্রতিবাদ কর্মসূচি।”
আরও পড়ুন…বাস এবং চার চাকার ইন্ডিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক যাত্রী