‘পাঁচ মাসের মধ্যে পড়বে তৃণমূলের সরকার’! শান্তনু ঠাকুর হুঁশিয়ারির সুরে সুর মেলালেন বিজেপির রাজ্য সভাপতিও, বাংলার সরকার পাঁচ-ছ’মাসের মধ্যে পড়ে যাওয়া অসম্ভব নয়— অন্তত তেমনই মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবারই তাঁর দলের কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া গোষ্ঠীর নেতা শান্তনু ঠাকুর হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘‘আমি গ্যারান্টি দিচ্ছি পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।’’ তাই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হতেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তও সেই জল্পনা উসকে দিলেন। রবিবার বিজেপির দফতরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন সুকান্ত।তাঁকে শান্তনুর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সুকান্ত বলেন, ‘‘সরকার তো পাঁচ মাস ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে।’’
যদিও কুণাল ঘোষ বলেন, ‘‘এরা তো ক্যালেন্ডার মেনে চলেন। এর আগেও তারিখ দিয়েছেন। এখনও দিচ্ছেন। সংবাদ মাধ্যমকে এঁরা দিন ভর বিস্ফোরক খবর সরবরাহ করে বেড়ান’’।
আরও পড়ুন – বড় পদক্ষেপ বোসের, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই আরও এক উপাচার্য নিয়োগ,
রবিবার সল্টলেকের সেক্টর ফাইভে বিজেপির দফতরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন সুকান্ত। অফিসের সামনেই তাঁকে শান্তনুর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সুকান্ত বলেন, ‘‘সরকার তো পাঁচ মাস ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। অসুবিধার তো কিছু নেই। সরকার কী ভাবে চলে। বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা মনে করল আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন করব। বিধায়কদের মনে হতেই পারে। না হওয়ার তো কিছু নেই। আমার এমন গণ আন্দোলন শুরু হল যে বিধায়কেরা বলল আমরা আজ থেকে আর বিধায়ক পদে থাকব না। হাত জোড় করে সবাই বিধায়ক পদ ছেড়ে দিল। এরকমও গণআন্দোলন হতে পারে।’’ কিন্তু এমন সম্ভাবনা কি আছে? জবাবে তিনি বলেন, ‘‘সবই সম্ভাবনা আছে। রাজনীতিতে কোনও সম্ভাবনাই অস্বীকার করা যায় না।’’
( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )