মহুয়া মৈত্রের “দু পয়সার সাংবাদিক” মন্ত্যবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি

মহুয়া মৈত্রের “দু পয়সার সাংবাদিক” মন্ত্যবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৯ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার প্রতি কটুক্তি করার প্রতিবাদে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা নিয়ে শবযাত্রা করার পর দাহ করে বিক্ষোভ দেখালো বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি।

“দুপয়সার সাংবাদিক” বলে সাংবাদিকদের কটুক্তি করে সমস্ত সাংবাদিকদের অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এরই প্রতিবাদে বুধবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের উদ্দেশ্যে করা বিরূপ মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের সর্বস্তরের সাংবাদিক মহল। সমাজের বুদ্ধিজীবীরাও সমালোচনায় মুখর হয়েছেন। মহুয়া মৈত্রের এহেন আচরণ নিয়ে মুখ খুলেছেন তৃনমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী। এবার তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিকদের উদ্দেশ্যে ( দুপয়সার সাংবাদিক) মন্তব্যের প্রতিবাদে জানিয়ে ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে আন্দোলনে নামল রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি।বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হল। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা নিয়ে খোল করতাল সহকারে শবযাত্রা বের করে বিজেপি কর্মীরা। শবযাত্রা নিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে ঘড়িমোড়ে এসে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, একটা দুর্নীতিগ্রস্ত দলের সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্যই পাওয়া যায়। ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে অপমান করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন…শ্বাসকষ্টের রোগ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

আমরা মহুয়া মৈত্রকে ধিক্কার জানিয়ে আজকে এই প্রতিবাদ আন্দোলন করছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top