পঞ্চায়েতে বাজিমাতের লক্ষ্যে বিজেপি চালল নয়া তাস। শুক্রবার বিকেলে বর্ধমানের দুর্গাপুরে এক কার্যকারিনী বৈঠকের আয়োজন করে বিজেপি। সেখানে যোগ দিয়েছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি তৃণমূলের বিরুদ্ধে ফের মাও-যোগের তকমা সাঁটিয়ে দেন এদিন। তিনি বলেন, মাওবাদীদের বাংলায় এনেছে তৃণমূলই। তৃণমূল এবং মাওবাদীর একসঙ্গে কার্যকলাপ চালিয়েছে। তার জেরে সন্ত্রস্ত্র হয়েছে বাংলা। বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই অনেক রক্ত ঝরেছে জঙ্গলমহলে। পুরুলিয়ায় বিজেপির বহু কার্যকর্তার প্রাণ গিয়েছে। তা হয়েছে তৃণমূলের ওই মাও-যোগের ফলেই।
তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের আগে ও পরে মোট ৬ জন বিজেপির কার্যকর্তা খুন হয়েছে। সারা রাজ্যজুড়ে আড়াইশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আগে এই কাজ করত মাওবাদীরা। এখন তৃণমূল এই কাজ করে এলাকা সন্ত্রস্ত করে রেখেছে।
এদিন তিনি তৃণমূলের সঙ্গে মাওবাদী যোগের প্রসঙ্গ উস্কে দেন। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আরও বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। তৃণমূল ফের এলাকা সন্ত্রস্ত করতে চাইবে। তাই সবাই সজাগ থাকুন।
আরও পড়ুন – কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত
উল্লেখ্য, পঞ্চায়েতে বাজিমাতের লক্ষ্যে বিজেপি চালল নয়া তাস। শুক্রবার বিকেলে বর্ধমানের দুর্গাপুরে এক কার্যকারিনী বৈঠকের আয়োজন করে বিজেপি। সেখানে যোগ দিয়েছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি তৃণমূলের বিরুদ্ধে ফের মাও-যোগের তকমা সাঁটিয়ে দেন এদিন। তিনি বলেন, মাওবাদীদের বাংলায় এনেছে তৃণমূলই। তৃণমূল এবং মাওবাদীর একসঙ্গে কার্যকলাপ চালিয়েছে। তার জেরে সন্ত্রস্ত্র হয়েছে বাংলা। বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই অনেক রক্ত ঝরেছে জঙ্গলমহলে।
পুরুলিয়ায় বিজেপির বহু কার্যকর্তার প্রাণ গিয়েছে। তা হয়েছে তৃণমূলের ওই মাও-যোগের ফলেই। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের আগে ও পরে মোট ৬ জন বিজেপির কার্যকর্তা খুন হয়েছে। সারা রাজ্যজুড়ে আড়াইশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আগে এই কাজ করত মাওবাদীরা। এখন তৃণমূল এই কাজ করে এলাকা সন্ত্রস্ত করে রেখেছে। এদিন তিনি তৃণমূলের সঙ্গে মাওবাদী যোগের প্রসঙ্গ উস্কে দেন। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আরও বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। তৃণমূল ফের এলাকা সন্ত্রস্ত করতে চাইবে। তাই সবাই সজাগ থাকুন।