আজ বিজেপির অমৃত কলস যাত্রা। এদিন দুপুরে কলকাতার কলেজ স্কোয়ার থেকে এই যাত্রা শুরু হয়। এই মিছিলে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar), প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হবে এই ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি।
এই জন্য বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা হচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।
আরও পড়ুনঃ বাবার গ্রেফতারীর পর ইডি দফতরে মেয়ে প্রিয়দর্শিনী
মিছিলের পুরোভাগে রয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, এক প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা, বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। তবেমিছিলে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের চূড়ান্ত গন্তব্য দিল্লি। অংশগ্রহণকারীদের হাতে যে কলস বা ঘটি রয়েছে তা তাঁরা দিল্লিতে বিজেপির ওয়ার মেমোরিয়ালে পৌঁছে দেবেন। রাজ্যের বিভিন্ন অংশ থেকে ওই কলস বা ঘটিতে মাটি সংগ্রহ করা হয়েছে। পরশুদিন অর্থাত্ ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে তাঁরা এই মাটি জমা করবেন। সেখানে ‘অমৃত উদ্যান’ তৈরি হবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ‘আমরা বিভিন্ন গ্রাম, ব্লক থেকে যে মাটি সংগ্রহ করেছিলাম, তা আজ কলকাতায় এসেছে। পশ্চিমবঙ্গের পবিত্র মাটি, যা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মাটি, সেই মাটি নিয়ে দিল্লি পৌঁছনো হবে। এবং দিল্লিতে কর্তব্যপথের পাশে যে অমৃত-উদ্যান তৈরি হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের মাটি পৌঁছবে।’
বিজেপি নেতা রাহুল সিনহা বললেন, ‘সারা দেশ এক, সারা দেশের মানুষ এক, সারা দেশের চিন্তা এক, সারা দেশের উদ্দেশ্য এক। সেই জন্য সারা দেশের মাটিতে একত্র করে দিল্লি পৌঁছনো হচ্ছে। সেখানে এক অমৃত কানন তৈরি হবে, সেখানে এই মাটি থাকবে। সারা ভারতের মানুষ বুঝবেন যে এখানে আমার মাটি রয়েছে। প্রত্যেকে একাত্ম বোধ করবেন। …এটাই উদ্দেশ্য মোদিজির।’ সেই জন্য অমৃত কলসে মাটি ভরে রাজধানী নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা হচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।