বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জিকে লক্ষ করে গুলি,চাঞ্চল্য আসানসোলে

বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জিকে লক্ষ করে গুলি,চাঞ্চল্য আসানসোলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৪ জানুয়ারি ২০২১ আসানসোল: রবিবার রাত প্রায় পৌনে বারটার সময় নিজের গাড়ি  করে কলকাতা থেকে বাড়ি  ঢোকার সময় তিনজন দুস্কৃতি বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু  মুখার্জিকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি চালায়, অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান। কৃষ্ণেন্দু মুখার্জি জানান তিনি কলকাতার দলীয় অফিস থেকে আসানসোলে  তাঁর  বাড়ীতে ঢোকার সময় তিনজন দুস্কৃতি তাঁকে  লক্ষ করে গুলি চালায় অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তিনি এর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে বলে অভিযোগ করেন। শুক্রবার বিকালে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র কনভয়ে আপ্ত সহায়ক  গাড়ীতে  হঠাৎ করে বেলাইনে এসে একটা গাড়ী ধাক্কা মারে।  দূর্ঘটনায় আহত না হলেও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ প্রশাসন বলেরো গাড়ীর চালক মদ্যপ অবস্থায় থাকার কারণ দেখিয়েছে। শণিবার ধূলাগড়ে  বাবুল সুপ্রিয়র কনভয়ে আবার একইভাবে বেলাইনে আসা গাড়ী ধাক্কা মারে এখানেও বাবুল কোনভাবে রক্ষা পায়। রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কয়েকদিন থেকে নানারকম অভিযোগ আনছেন হঠাৎ করে রবিবার সকালে তাঁর  গাড়িকে  একটা লরি ধাক্কা মারে, দূর্ঘটনায় রাজীব ব্যানার্জী আহত না হলেও তার গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনা কী সব কাকতালীয় না এর পেছনে কোন অভিসন্ধি রয়েছে, পরপর কয়েকটি ঘটনা শুধুমাত্র বিজেপি নেতৃত্ব এবং তৃণমূলের নীতির বিরুদ্ধে বলার জন্যই এইসব ঘটনা ঘটনো হচ্ছে।

আরও পড়ুন…গঙ্গাসাগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top