নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ অক্টোবর, ২০২০: বিজেপি কোন রাজনৈতিক দল না সন্ত্রাসবাদের দল। গুজরাট, উত্তরপ্রদেশের পর বাংলার শান্ত পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির আজকের নবান্ন অভিযান নিয়ে এমনটাই মন্তব্য করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাহাদ হাকিম। পাল্টা দিলিপ ঘোষও।
ফিরহাদ হাকিম আরও বলেছেন, রাজনৈতিক দলের মিছিলে বোমা- গুলি চলে না। বিজেপির মিছিলে টা চলেছে।
পুলিশ তাঁদের কাজ করেছে। আইন শৃঙ্খলা বাংলায় বিঘ্নীত করতে দেওয়া হবে না কখনোই।ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে পাল্টা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন…জল কামানে ব্যবহার করা হয়েছিল হোলির রঙ, দাবি আলাপনের
তাঁর কথায় আজকের এই পরিস্থিতি দেখে মমতার সরকার ভয় পেয়েছে।