ব্লক সভাপতির (Block President) পদ নিয়ে গোষ্ঠীদ্বন্ধ তৃণমূলের (Tmc) অন্দরে

ব্লক সভাপতির (Block President) পদ নিয়ে গোষ্ঠীদ্বন্ধ তৃণমূলের (Tmc) অন্দরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
(Block President
ব্লক সভাপতির (Block President)  পদ নিয়ে গোষ্ঠীদ্বন্ধ তৃণমূলের (Tmc)  অন্দরে
ছবি সংগ্রহে সাইন টিভি

সদ্য সাংগঠনিক রদবদল হয়েছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটিতে। আর এর জেরেই কালচিনি ব্লকে দলের অন্দরে শুরু হয়েছে কোন্দল।সম্প্রতি রাজ্য থেকে আলিপুরদুয়ার জেলার সভাপতি ও কয়েকটি ব্লকের সভাপতি (Block President) এবং যুব সংগঠনের পদে নতুন মুখ আনা হয়েছে ।

 

জেলার বাকি অংশ কোনো সমস্যা না হলেও ,কালচিনি ব্লকে, ব্লক সভাপতির  (Block President) পদ নিয়ে দড়ি টানাটানি চলছে দুই হেরো বিধানসভার প্রার্থীর মধ্যে । রাজ্য থেকে কালচিনি ব্লকের সভাপতি করা হয়েছে কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কুমারগ্রামের বাসিন্দা লুইস কুজুর কে ।

 

আর ও পড়ুন  তৃণমূল (tmc) নেতার বন্দুক হাতে ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ (Dilip)

 

এই লুইস কে প্রার্থি করে কুমারগ্রাম বিধানসভার আসন টি হাতছাড়া হয়েছে তৃণমূলের।অপর দিকে কালচিনির বাসিন্দা তথা জেলা তৃণমূলের প্রাক্তন কো অর্ডিনেটর পাসঙ লামা কে করা হয়েছে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সভাপতি (Block President)। লুইসের মত পাসঙ্গও কালচিনি বিধানসভার আসনে পরাজিত হয়েছে ।

 

কদিন ধরে কোন্দল চাপা থাকলেও শুক্রবার সন্ধ্যায় তা প্রকাশ্যে এসে পড়ে ,যখন তৃণমূলের একাংশ লুইস কুজুর কে কালচিনি ব্লকের সভাপতি হিসেবে সম্বর্ধনা দিয়ে মিছিল করে ।সেখানে লুইস তাকে কালচিনি ব্লকের সভাপতি করার জন্য মমতা দিদি কে ধন্যবাদ জানায়। অপর দিকে লুইসের আগমন কে মোটেও ভালো ভাবে নেয় নি এই পদে তার প্রতিদ্বন্দ্বী পাসঙ্গ।

 

লুইস কে কটাক্ষ করে পাসঙ বলেন , ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’ হয়েছে লুইসের।সে নিজেকে কালচিনির সভাপতি বলে দাবি করে , লুইস কে বিরোধী দলের উস্কানির ফাঁদে পা দিতে মানা করে । এবং দলে থাকা সুবিধাবাদীদের হুঁশিয়ারও করেন । কালচিনি ব্লকের সভাপতির পদ নিয়ে এই দড়ি টানা টানিতে সাধারণ দলীয় কর্মীরা বিভ্রান্ত এই মুহুর্তে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top