Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
পিকনিকের সিজেনে পর্যটকদের আশায় দিন গুনছেন নৌকাচালকরা - Shine TV 24×7

পিকনিকের সিজেনে পর্যটকদের আশায় দিন গুনছেন নৌকাচালকরা

পিকনিকের সিজেনে পর্যটকদের আশায় দিন গুনছেন নৌকাচালকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান, মাইথন:হাতে গোনা দিন কয়েক বাকি আর তারপর ডিসেম্বর মাস মানে পিকনিকের আমেজ বা ঘুরতে বেরিয়ে পড়া।পিকনিকের সময় মাইথন পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে এই সময় পর্যটকরা সবুজ ও জলা ধারে আনন্দ উপভোগ করতে নিজের সুন্দর একটা সময় কাটাতে মাইথন পর্যটক কেন্দ্রে ঘুরতে আসে।


আর এই পিকনিকের মরশুম আসতে না আসতেই নৌকা চালকরা নৌকা মেরামত বা রঙ করে সুন্দর ভাবে সাজানোর কাজ শুরু করে দিয়েছেন।কারন সারা বছরের এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে পিকনিকের সময় নৌকা চালকদের ইনকাম হয় কিন্তু এই বছর কী মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক বা ঘুরতে পর্যটকরা আসবে তা নিয়ে চিন্তিত নৌকা চালকেরা। করোনার জেরে অন্যবছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা কমে যাবে।নৌকা চালকদের বক্তব্য করোনার জেরে লকডাউন থেকে আনলক তারপর দিন দিন কোরোনার প্রভাব বেড়ে চলেছে,তার প্রভাব পড়তে পারে মাইথন পর্যটন কেন্দ্রেও।

আরও পড়ুন…পিকনিকের সিজেনে পর্যটকদের আশায় দিন গুনছেন নৌকাচালকরা

কারন কোলকাতা বা বহু দূর দূরান্ত থেকে এই শীতের সময় পর্যটকরা কেউ পিকনিক বা কেউ মনোরম পরিবেশে ঘুরতে আসে। এখন দেখার সময় মাইথনে কী পর্যটকদের ভিড় হবে কি না। এই আশাতেই দিন গুনছে নৌকা চালকেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top