বৃদ্ধের রহস্যমৃত্যু ,টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে বৃদ্ধের দেহ উদ্ধার। টালিগঞ্জে বৃদ্ধের রহস্যমৃত্যু। মেট্রো স্টেশনের ধারে বস্তায় ঢাকা দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। তবে বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি।দেহটি পরীক্ষা করে দেখা হচ্ছে। বয়সজনিত কারণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে, না কি এর নেপথ্যে পরিকল্পনামাফিক কোনও খুনের রহস্য জড়িয়ে আছে, সব রকম সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। আপাতত মৃতদেহটি কে বা কারা বস্তায় ঢাকা দিয়ে রেখে গেল, তা জানার জন্য ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বৃদ্ধের পরিচয় জানারও চেষ্টা করছে পুলিশ।
বুধবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। বস্তা দিয়ে দেহটি ঢাকা দেওয়া ছিল। খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়েরাই খবর দেন পুলিশে।
আরও পড়ুন – প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত রিপোর্ট প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের বয়স ৬০-এর কাছাকাছি হবে। রুগ্ন, শীর্ণকায় দেহ তাঁর। হাড় জিরজিরে অবস্থায় দেহটি উদ্ধার করা হয়েছে। কী ভাবে বৃদ্ধের মৃত্যু হল, কী ভাবেই বা মেট্রো স্টেশনের ধারে দেহ এল, তা জানা যায়নি। বুধবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। বস্তা দিয়ে দেহটি ঢাকা দেওয়া ছিল। খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )