ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)

ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Bollywood
ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)
ছবি সংগ্রহে ;সাইন টিবি

 

২০১৬ সালে বাংলাদেশের রাজধানী  ঢাকার গুলশানে হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে বলিউডে (Bollywood)। হংসল মেহতার পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফারাজ’। অনুভব সিনহা ও ভূষণ কুমারের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ হচ্ছে বলিউডের (Bollywood) অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে।

 

জানা গিয়েছে, সিনেমাটিতে নায়ক হিসেবে দেখা মিলবে অভিনেত্রী কারিনা কাপুর খানের সম্পর্কিত  ভাই জাহান কাপুরের। এ ছাড়া অভিনয় করবেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল; যিনি ‘বামফাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন। এ এই সিনেমার মাধ্যমে বলিউডে (Bollywood) অভিষেক হচ্ছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ পলক লাবণীর। যিনি ‘ফারাজ’ সিনেমায় অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

 

সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে পলক লাবণী জানিয়েছেন, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কাছে অডিশন দিয়েছেন তিনি। ভ্রমণের সময় তিনি এই প্রকল্পের জন্য কল পেয়েছিলেন। হংসল মেহতার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ বলেও মন্তব্য করেছেন লাবণী। পলক লাবণীর তেলেগু সিনেমায় অভিষেক হয়েছিল ‘আব্বায়িথো আম্মাই’-এর মাধ্যমে। আর তামিল সিনেমায় ‘কুপথু রাজা’র মাধ্যমে।

 

আর ও খবর  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T 20 World Cup) চূড়ান্ত সূচি ঘোষণা

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক হংসল মেহতা বলেন,  ‘সিনেমাটির কাহিনিতে ভয়ানক সহিংস এক পরিস্থিতির মধ্যেও বড় এক মানবিকতার গল্প রয়েছে। এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এই গল্প তিন বছর ধরে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি।’   ‘ফারাজ’ একটি মানবিক গল্পের সিনেমা। এক রাতের ভয়ানক ১২ ঘণ্টার গল্প। গল্পে শুধু সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক বিষয় থাকছে না, থাকবে আশা ও আস্থার বিষয়ও।

হলি আর্টিজান জঙ্গি হামলায় প্রাণ দিতে হয় ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেনকে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ফারাজ এবং দুর্ঘটনার সময় তিনি গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় অবস্থান করছিলেন। হামলার সময়, প্রথমে তাঁকে সন্ত্রাসীরা ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি তাঁর দুই বান্ধবীকে ছাড়া রেস্তোরাঁ ছেড়ে যেতে চাননি। তাঁর বীরত্বপূর্ণ আচরণের জন্য ফারাজ আইয়াজ হোসেনকে মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়।

ঢাকার এই আলোচিত হামলা নিয়ে বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় ‘শনিবার বিকেল’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন খ্যতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও ২০১৮ সালে নির্মিত সিনেমাটি প্রদর্শনের জন্য এখনও ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানিসহ অনেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top