কালীঘাটে ভাইজান, সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা,শুক্রবার মধ্যরাতেই শহর কলকাতায় পা রেখেছেন সলমন খান (Salman Khan)। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এসে ভক্তদের মন জয় করলেন ভাইজান (Salman Khan)। শুক্রবার মধ্যরাতে তিলোত্তমায় পৌঁছান তিনি। এসেছেন দাবাং ট্যুরে (Dabang Tour)। সঙ্গে একগুচ্ছ স্টার থাকলেও এদিন কেবল ফোকাসে সলমন। আলিপুরের এক বিলাসবহুল হোটেলে এদিন রাত কাটিয়েছেন তিনি। শনিবার সকাল থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের (Eastbengal Club) চারপাশে ভক্তদের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে এই চত্বর। এরই মাঝে বিকেল চারটে কুড়ি নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়িতে পৌঁছে যান সলমন খান (Salman Khan)। তাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার ভক্তদের সঙ্গে অপেক্ষা করছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সলমনের কনভয় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বাড়ির সামনে পৌঁছানো মাত্রই তাঁকে স্বাগত জানালেন দিদি। অপেক্ষায় থাকা সকলকে হাত নেড়ে পাল্টা ভালবাসা জানালেন এই দিন ভাইজান (Salman Khan)।
আজ শনিবার সন্ধ্যেয় ইস্টবেঙ্গল (Eastbengal Club) ক্লাবে রয়েছে তাঁর শো। তারই আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee )বাড়িতে গেলেন সলমন (Salman Khan)। তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন মমতা (Mamata Banerjee )। গাড়ি থেকে নামতেই তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন দিদি (Mamata Banerjee )। সেখানে উসপস্থিত ছিলেন মমতার (Mamata Banerjee ) পরিবারের সদস্য়রাও। নিরাপত্তার ঘেরোটোপে ঘিরে ফেলা হয়েছিল গোটো এলাকা। ভাইজানকে দেখতে রাস্তার পাশে ভিড় জমান বহু মানুষ। জানা যাচ্ছে বেশ কিছুক্ষণ সেখানে থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের (Eastbengal Club) উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই শো-এর জন্য সেখানে উপস্থিত থাকবেন অভিনেত্রী সোনাক্সি সিনহা ও পুজা হেগড়েও। আজ শনিবার সন্ধ্যেয় ইস্টবেঙ্গল ক্লাবে রয়েছে তাঁর শো। তারই আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন সলমন। তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন মমতা।
আরও পড়ুন – বিচারপতি সিনহার বেঞ্চে রক্ষাকবচ পাননি অভিষেক, কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )