দাবাং ট্যুর শেষে শহর কলকাতাকে কথা দিলেন ভাইজান,

দাবাং ট্যুর শেষে শহর কলকাতাকে কথা দিলেন ভাইজান,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দাবাং ট্যুর শেষে শহর কলকাতাকে কথা দিলেন ভাইজান, অপেক্ষার অবসান! গিটার হাতে রোম্যান্টিক মেজাজে মঞ্চে ভাইজান (Bhaijaan)। অনেকদিন পর সলমনের (Salman Khan) এরকম প্রেম আন্দাজ দেখে মুগ্ধ দর্শকেরা। পায়ের মাঝে টাওয়াল নিয়ে সেই সিগনেচার স্টেপে মঞ্চ মাতাচ্ছেন ‘বজরঙ্গী ভাইজান’। ‘জিনে কে হ্যায় চারদিন’, ‘মুন্নি বদনাম’(Munni Badnam), ‘বেবি কো বেস পসান্দ হ্যায়’, ব্যাক টু ব্যাক হিটসে কোমর দোলাতে দেখা গেল তাঁকে। মঞ্চে ভাইজানকে দেখে গলা ফাটাচ্ছেন দর্শকরা। দক্ষিণী স্টাইলে লুঙ্গি পরে নাচলেন সাল্লু মিঞা।

 

 

 

 

 

গরমের দাপটেই কলকাতা সফরে শহর কাঁপালেন ভাইজান। ঘড়ি ধরে নির্দিষ্ট সময় শেষ হল দাবাং ট্যুর। ক্যান্ডিড লুকে এদিন ভাইজান সারা সন্ধ্যা মাতিয়ে রাখলেন মঞ্চ। যদিও গরমের দাপটে কলকাতাকে TOO HOT তকমা দিতে পিছপা হলেন না সলমন খান। কথা দিলেন আবার ফিরবেন। শনিবার মধ্যরাতেই শহর ছাড়বেন সলমন খান, সঙ্গে গোটা টিম।

 

 

 

 

কথাতেই আছে মেজাজটাই আসল রাজা। গিটার হাতে ফ্যানেদের মনে উন্মাদনার পারদকে আরও দ্বিগুণ করতে অবশেষে উপস্থিত হলেন ভাইজান। একের পর এক তাঁর হিট গানে নেচে কাঁপালেন মঞ্চ। ‘মুন্নি বদনাম’ থেকে বেবি কো বেস পসান্দ হ্যায়’ তে কোমর দুলিয়ে এককথায় ফ্য়ানেদের পাগল করে দিতেই যেন হাজির হয়েছেন তিনি। স্বপ্নের নায়কে এক পলক দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারছেন না দর্শকরা। ফাটাচ্ছেন গলা। এখানেই শেষ নয়, গান গাইলেন গুরু রনধাওয়া। বাংলায় কথা বলতে শোনা গেল দাবাং গার্ল সোনাক্সি সিনহাকে। বললেন, “কেমন আছো কলকাতা? আমি কলকাতাকে খুব ভালবাসি।” এবার পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, ও সোনাক্সিকে পাশে নিয়ে নাচবেন ভাইজান। তিন সুন্দরীর মাঝে একা ভাই। বলিউডের অ্যাকশন হিরোকে রোম্যান্টিক মেজাজে কাছে পেল কলকাতা।

 

 

 

 

আরও পড়ুন – কালীঘাটে ভাইজান, সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা

 

 

 

শুধু নাচই নয়। গলা মেলালেন গানেও। ‘চান্দ ছুপা বাদল’ ও তাঁর ছবি বডিগার্ডের সেই বিখ্যাত গান ‘আই লাভ ইউ’-তে গলা মেলাতে শোনা গেল তাঁকে। জ্যাকেট খুলে জ্যাকলিনকে কাছে টেনে নিলেন। নাচলেন একসঙ্গে। কলকাতার উদ্দেশে কী বললেন সলমন? বললেন, “কলকাতা ইস টু হট……., আই লাভ ইট।” মঞ্চে উঠে সলমনকে জড়িয়ে ধরলেন এক মহিলা অনুরাগী। তাতে একটু লজ্জাই পেয়ে গেলেন ভাই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top