নিউজ ডেস্ক ৩১অক্টোবর ২০২০ঃ করোনা আবহের আঁচ পরেছে সব কিছুতেই। সব কিছুই একটি নিয়মে বাঁধা থাকে। একটা সীমিত পরিমান লাভের টাকা অন্যটিতে বিনিয়োগ করে পরিচালক।
তবে করোনা আবহে গত সাত মাস সিনেমা হল বন্ধ থাকায় ছবি রিলিজ হচ্ছেনা যার ফলে আর্থিক সমস্যায় পরছে প্রযোজক। কেউ কেউ অবশ্য কিছু লাভের আশায় ওটিটি -তে ছবি ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতির রেশ পুরোটাই গিয়ে পরে সাধারণত অভিনেতা অভিনেত্রীদের উপর। কারণ একটা বড় অংশের বাজেট এদের পিছনেই খরচ করেন প্রযোজক। এপ্রসঙ্গে অবশ্য টলি তারকা থেকে বলি তারকা এককথায় আপস করতে রাজি অনেকেই। ইতিমধ্যেই শাহিদ কাপুর থেকে বরুন ধাওয়ান জানিয়াছেন তারা কম পারিশ্রমিকে কাজ করতে রাজি। অপর দিকে সায় দিয়েছে টলিউড। এপ্রসেঙ্গে প্রসেঞ্জিত চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব ইন্ডাস্ট্রি বাঁচাতে পারিশ্রমিক কমিয়ে আপস করতে এক কথায় রাজি তারা।
আরও পড়ুন…রায়গঞ্জের রাজপথে ভুতের আতঙ্ক
তবে সায় দেওয়ার পর কম টাকাতেই কাজ চালিয়ে নেওয়া এমনটা হলে চলবেনা জানিয়েছেন বহু তারকারাই। এদিকে আবার চলতি বছরে নিজের ছবির শুটিং করতে চলেছেন অরিন্দম শীল। তার মতে “শিল্পীদের ওইটুকু টাকা কমিয়ে আদপে কোনও লাভ হয়না। সব মিলিয়ে করোনা অতিমারিতে এখন কি হয় সেটাই দেখার।