১২ লক্ষ টাকা প্রতারণার মামলায় এবাএ স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জ়ারিন খান। একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও প্রতিশ্রুতি মতো সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছিল ‘বীর’ খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে। যার ভিত্তিতে গত মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল শিয়ালদহ আদালতের তরফে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙা থানা। উল্লেখ্য, ২০১৮ সালের দায়ের করা সেই মামলায় জ়ারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এ বার সেই মামলায় গ্রেফতারি পরোয়না প্রত্যাহার করল আদালত। খবর, তদন্তে গোটা ঘটনা নিয়ে প্রকৃত তথ্য হাতে আসার পরেই নাকি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিচারক।
আরও পড়ুনঃ কামদুনি প্রতিবাদে রাজারহাটে শুভেন্দু, অন্যদিকে কলকাতার রাজপথে মৌসুমী-টুম্পা
২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধন এবং ছ’টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল জারিন খানের। বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। কিন্তু সেই সময় কোনও কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা। ওই সংস্থার তরফে অভিযোগ করা হয়, শহরে আসার জন্য জ়ারিন এবং তাঁর ম্যানেজারকে অগ্রিম হিসাবে নাকি প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও নাকি তাঁরা ওই টাকা ফেরত দেননি। সংস্থার তরফে দাবি করা হয়, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজেও নাকি কয়েক লক্ষ টাকা খরচ হয়। সংস্থার তরফে অভিযোগের ভিত্তিতে জ়ারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদহ আদালত।
যদিও এই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছিলেন নায়িকা। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগের কোনও সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি, জানিয়েছিলেন জ়ারিন। জ়ারিনের ওই মন্তব্যের মাস খানেক পরেই তাঁর পক্ষে রায় দিল আদালত। পুজোর আগেই স্বস্তির নিশ্বাস ফেললেন সলমনের নায়িকা। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগের কোনও সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি, জানিয়েছিলেন জ়ারিন। জ়ারিনের ওই মন্তব্যের মাস খানেক পরেই তাঁর পক্ষে রায় দিল আদালত। পুজোর আগেই স্বস্তির নিশ্বাস ফেললেন সলমনের নায়িকা। পুজোর আগেই স্বস্তির নিশ্বাস ফেললেন সলমনের নায়িকা।