ফের বোমা উদ্ধার, বাসন্তীর সেই তিতকুমার গ্রাম থেকে আবার উদ্ধার হল বোমা

ফের বোমা উদ্ধার, বাসন্তীর সেই তিতকুমার গ্রাম থেকে আবার উদ্ধার হল বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বোমা উদ্ধার, বাসন্তীর সেই তিতকুমার গ্রাম থেকে আবার উদ্ধার হল বোমা। দিন কয়েক আগে বোমা বিস্ফোরণে জখম হয়েছিলেন কয়েক জন। উদ্ধার হয়েছিল বেশ কিছু বোমাও। তার রেশ কাটতে না কাটতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সেই তিতকুমার গ্রাম থেকে আবার উদ্ধার হল বোমা। পুলিশ (police) বিষয়টি খতিয়ে দেখছে। এ ছাড়া মুর্শিদাবাদ  (Murshidabad )এবং মালদহ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

 

 

 

সোমবার সকালে আমঝাড়া এলাকার ঘরামিপাড়ায় কলাবাগানে বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। তাঁদের মতে, ওগুলি ‘বোতল বোমা’। খবর পেয়ে সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। বালতি ভর্তি ওই বোমা উদ্ধার করেছে পুলিশ। প্রাথনিক ভাবে মনে করা হচ্ছে, ৫-৬টি বোমা রয়েছে। কারা ওই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।’’ বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন – কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

 

রবিবার রাতে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের চাঁদপুর থেকে আগ্নোস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আবু তালেব এবং গোলাপ শেখ। তাঁরা ঝাড়খণ্ডের পাকুড়ের শাহবাজপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছে মিলেছে ২ রাউন্ড গুলিও। রবিবার রাতেই মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সালালপুর এলাকা থেকে তপন দাস এবং মহম্মদ কুতুবউদ্দিন নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁদের কাছে মিলেছে, একটি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি।

দিন কয়েক আগে বোমা বিস্ফোরণে জখম হয়েছিলেন কয়েক জন। উদ্ধার হয়েছিল বেশ কিছু বোমাও। তার রেশ কাটতে না কাটতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সেই তিতকুমার গ্রাম থেকে আবার উদ্ধার হল বোমা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ছাড়া মুর্শিদাবাদ এবং মালদহ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

 

(সব খবর, ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top