মালদহে শুরু বইমেলা । পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে ও জেলা গ্রন্থাগার কৃত্যক, জেলা প্রশাসন এবং জেলা বইমেলা কমিটির সহায়তায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসেবে স্বীকৃত মালদা জেলা বইমেলা শুরু হল।বিবেকানন্দ বিদ্যামন্দিরের সম্মুখে যুব আবাস সংলগ্ন ময়দানে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা।
বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় বইয়ের জন্য হাঁটুন পদযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রায় এই পদ যাত্রা সুসজ্জিত ছিল। এই পদযাত্রা সারা শহর পরিক্রমা করে শেষ হয় মেলা প্রাঙ্গণে। এই পদযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক, সাহিত্যিক, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও পুস্তক প্রেমিরা। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৩৪ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়।
এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা রেঞ্জের ডিআইজি, প্রসুন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , ,বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক ও বই প্রেমীরা।
বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে,কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ও প্রতিবেশী বাংলাদেশ থেকে
প্রকাশনী সংস্থা অংশ নেয় মেলায়। তৈরি হয়েছে প্রায় ২০০ টি স্টল। এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন – কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে ও জেলা গ্রন্থাগার কৃত্যক, জেলা প্রশাসন এবং জেলা বইমেলা কমিটির সহায়তায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসেবে স্বীকৃত মালদা জেলা বইমেলা শুরু হল।বিবেকানন্দ বিদ্যামন্দিরের সম্মুখে যুব আবাস সংলগ্ন ময়দানে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা।
বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় বইয়ের জন্য হাঁটুন পদযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় এই পদ যাত্রা সুসজ্জিত ছিল। এই পদযাত্রা সারা শহর পরিক্রমা করে শেষ হয় মেলা প্রাঙ্গণে। এই পদযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক, সাহিত্যিক, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও পুস্তক প্রেমিরা। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৩৪ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা রেঞ্জের ডিআইজি,
প্রসুন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , ,বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক ও বই প্রেমীরা। মালদহে শুরু