তৈরি হয়নি সেতু, ইসলামপুরে বিক্ষোভ পদ যাত্রায় কংগ্রেস। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তৈরি হয়নি সেতু। গ্রাম থেকে শহরে যেতে দুই কিলোমিটার রাস্তার পরিবর্তে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঘুর পথে যেতে হচ্ছে গ্রামবাসীদের। প্রত্যেক ভোটের আগে এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া যায়। কিন্তু ভোটের পর সাধারণ মানুষের এই সমস্যার দিকে নজর দেওয়া হয়না বলে অভিযোগ গ্রামবাসীদের।
বর্ষার সময় গোটা সেতু জলের নীচে চলে যায়। বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। রবিবার এই সেতু নির্মাণের দাবি সহ মোট চার দফা দাবিতে শহর থেকে ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পদযাত্রা করে কংগ্রেস। এই পদযাত্রায় ইসলামপুর শহর এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বরা সামিল হয়। পদযাত্রা শেষে ডাঙ্গাপাড়া এলাকায় দোলঞ্চ নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবিতে ধর্ণায় বসেন কংগ্রেসের নেতৃত্ব সহ গ্রামবাসীরা।
আরও পড়ুন – দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তৈরি হয়নি সেতু। গ্রাম থেকে শহরে যেতে দুই কিলোমিটার রাস্তার পরিবর্তে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঘুর পথে যেতে হচ্ছে গ্রামবাসীদের। প্রত্যেক ভোটের আগে এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া যায়। কিন্তু ভোটের পর সাধারণ মানুষের এই সমস্যার দিকে নজর দেওয়া হয়না বলে অভিযোগ গ্রামবাসীদের। বর্ষার সময় গোটা সেতু জলের নীচে চলে যায়।
বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। রবিবার এই সেতু নির্মাণের দাবি সহ মোট চার দফা দাবিতে শহর থেকে ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পদযাত্রা করে কংগ্রেস। এই পদযাত্রায় ইসলামপুর শহর এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বরা সামিল হয়। পদযাত্রা শেষে ডাঙ্গাপাড়া এলাকায় দোলঞ্চ নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবিতে ধর্ণায় বসেন কংগ্রেসের নেতৃত্ব সহ গ্রামবাসীরা। পদ যাত্রায়