এবার লন্ডনেও পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, খরচ শুনলে চোখ কপালে উঠবে

এবার লন্ডনেও পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, খরচ শুনলে চোখ কপালে উঠবে, ভগবান বিষ্ণুর দর্শন পেতে দূর-দূরান্ত থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ছুটে আসেন সাধারণ মানুষ। শুধুমাত্র দেশ নয়, বিদেশে বসবাসকারী মানুষেরাও এই মন্দিরে আসেন। এবার পুরীর মন্দিরের দর্শন মিলবে ব্রিটেনেও। ব্রিটেনের প্রথম জগন্নাথ মন্দির তৈরি হতে চলেছে লন্ডনে। ব্রিটেনের একটি অলাভজনক সংস্থার উদ্যোগেই এই মন্দির তৈরি করা হচ্ছে। আগামী বছরের শেষভাগের মধ্যেই মন্দিরের প্রথম দফার নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। ওড়িশার এক উদ্যোগপতির কাছ থেকে ২৫ মিলিয়ন ডলারের অনুদান মিলছে বলেও জানা গিয়েছে।

 

 

 

 

জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার জন্য় লন্ডনে প্রায় ১৫ একর জমি বাছাই করা হয়েছে। এই জমি কিনতে ৭ মিলিয়ন বা ৭০ লক্ষ ডলার খরচ হবে। মন্দিরের কাঠামো গঠন নিয়েও পরিকল্পনা প্রায় চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে মন্দিরের নির্মাণের জন্য আবেদনপত্রও জমা দেওয়া হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির নির্মাণের কথা ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন – প্রকাশ সিং বাদলের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক, শেষ শ্রদ্ধা জানাতে চণ্ডীগঢ় যাচ্ছেন…

 

 

চ্য়ারিটি কমিশনের অধীনে থাকা ব্রিটেনের শ্রী জগন্নাথ সোসাইটির তরফে জানানো হয়েছে, ভারতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী বিশ্বনাথ পট্টনায়ক আর্থিক অনুদান দিতে রাজি হয়েছেন। ফিটনেস্ট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা ২৫ মিলিয়ন অর্থাৎ ২.৫ কোটি ডলার বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। ব্রিটেনের একটি অলাভজনক সংস্থার উদ্যোগেই এই মন্দির তৈরি করা হচ্ছে। আগামী বছরের শেষভাগের মধ্যেই মন্দিরের প্রথম দফার নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  facebook পেজ এবং Youtube )