ভাঙড়ে বসে ব্রিটেনে প্রতারণা! ভুয়ো কলসেন্টার চালিয়ে গ্রেফতার ১৬

ভাঙড়ে বসে ব্রিটেনে প্রতারণা! ভুয়ো কলসেন্টার চালিয়ে গ্রেফতার ১৬

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাঙড়ে বসে ব্রিটেনে প্রতারণা! ভুয়ো কলসেন্টার চালিয়ে গ্রেফতার ১৬। ঝাঁ চকচকে আবাসনের ভিতরে দিব‍্যি কল সেন্টার খুলে জাঁকিয়ে বসেছিলেন প্রতারকরা। অ্যামাজনের গ্রাহক পরিষেবা দেওয়ার নাম করে ব্রিটিশদের লুট করতেন। সেই ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ।অভিযান চালিয়ে ভাঙড়ের কোচপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হল ১৬ জনকে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি সহ মোবাইল ফোন,ল‍্যাপটপ, এটিএম এবং নোটপ্যাড।

 

ঝাঁ চকচকে বিল্ডিং, আর সেখানে বসে লোক ঠাকনোর মতো অভিযোগ এতদিন আসছিল একাধিক কলসেন্টারের বিরুদ্ধে। কিন্তু বৃহস্পতিবার কোচপুকুরের যে কলসেন্টারটিতে অভিযান চালানো হয়, তা কার্যকলাপ প্রকাশ্যে আসার পর চক্ষু চড়কগাছে ওঠার অবস্থা পুলিশের। পুলিশ সুত্রে জানা গিয়েছে, কল সেন্টারটির প্রথমে কাজ ছিলো, ফোন করে বলা হত, ‘অ্যামাজনের গ্রাহক পরিষেবা থেকে বলছি।’

 

আগ বাড়িয়েই জানিয়ে দেওয়া হত, বহুজাতিক ওই বিক্রেতা সংস্থা ব্রিটেনের মানুষের জীবনধারা সংক্রান্ত সমীক্ষা চালাচ্ছে, সেই সমীক্ষার সূত্রেই যোগাযোগ করা। আপাত নিরীহ এই অনুরোধের নেপথ্যে লুকিয়ে থাকা প্রতারণার চেষ্টার নাগাল পেতেন না ব্রিটেনের মানুষ। সেই সুযোগেই তাঁদের থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিত কলকাতার এই ভুয়ো কলসেন্টার।তার পর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতো।

আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু

এ সম্পর্কে একাধিক অভিয়োগ আসার পরেই পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের পুলিশের এক আধিকারিক।অভিযান চালিয়ে ভুয়ো সংস্থার ১৬জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা লেদার কম্পলেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিক। ধৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন মহিলা। অভিযুক্তদের জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ বা কোন সংস্থা জড়িত কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

 

কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভুয়ো কল সেন্টারের ঘটনা অবশ্য এই প্রথম নয়।বিগত কয়েক বছরে কলকাতা, সল্টলেক নিউটাউনে একাধিক ভুয়ো কলসেন্টারের হদিস পেয়েছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে এই সমস্ত ভুয়ো কল সেন্টারের পিছনে মুল মাষ্টার মাইন্ড নাসির উদ্দিন আহমেদ।খিদিরপুরের বাসিন্দা।দীর্ঘদিন ধরে তার খোঁজ চালাচ্ছে সিআইডি এবং কলকাতা পুলিশ। ব্রিটেনে প্রতারণা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top