হাসপাতালে থাকতে অনীহা বুদ্ধবাবুর ,এখন কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ? কি বলছেন সূর্যকান্ত মিশ্র? 

হাসপাতালে থাকতে অনীহা বুদ্ধবাবুর , এখন কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ? কি বলছেন সূর্যকান্ত মিশ্র?  বুদ্ধবাবুর জন্য আপামর বাঙালি হয়তো প্রার্থনা করে গিয়েছেন গত কয়েকদিন ধরে। বাঙালি প্রার্থনা করেছে নিজের নিজের আস্থার পাদদেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভাল, জানালেন চিকিৎসকরা। বুদ্ধবাবু কথা বলছেন। বুধবারই সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছেন বুদ্ধবাবু। খেতে চেয়েছেন আম।  চিকিৎসকরা জানিয়েছেন, চার ঘণ্টা বাইপ্যাপ চলার পর এক ঘণ্টা বিশ্রাম, ঠিক এই পদ্ধতিতে এখন বাইপ্যাপে অক্সিজেন দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে। শনিবার পর্যন্ত চলবে অ্যান্টি বায়োটিক।

 

 

 

 

 

হাসপাতালে যাওয়ার ব্যাপারে বরাবরই অনীহা বুদ্ধবাবুর। কখনই বেকায়দার পরিস্থিতি তৈরি না হলে, তিনি হাসপাতালে যেতেই চান না। বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান তিনি। শনিবার পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে পড়ে। বাধ্য হয়ে ভর্তি করাতে হয় হাসপাতালে। এখন তার থেকে অনেকটাই ভাল রয়েছে। তবে এখনই কি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে? চিকিৎসকদেরই একটা সূত্র বলছে, অ্যান্টি বায়োটিকের কোর্সের পর কেমন অবস্থায় রয়েছেন বুদ্ধদেব, তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

 

 

 

চিকিৎসকরা জানিয়েছেন, চার ঘণ্টা বাইপ্যাপ চলার পর এক ঘণ্টা বিশ্রাম, ঠিক এই পদ্ধতিতে এখন বাইপ্যাপে অক্সিজেন দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে। শনিবার পর্যন্ত চলবে অ্যান্টি বায়োটিক। চিকিৎসকরাই বলছেন, শনিবার যে পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বুদ্ধবাবুকে, তার থেকে এখনকার অবস্থা অনেকটাই ভাল রয়েছে।

 

 

আরও পড়ুন –   দুর্নীতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্যপালের, রাজভবনে খোলা হল অ্যান্টি কোরাপশন সেল, কি…

 

 

আরও পড়ুন –   সেনাবাহিনীতে পাক চরের উপস্থিতির নয়া মোড়, আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট CBI-এর

 

 

 

মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, সংক্রমণের মাত্রা বেশ খানিকটা কমেছে বুদ্ধদেবের। তবে এখনও সংক্রমণমুক্ত নন। দায়িত্বে থাকা চিকিৎসকদের কাছে তিনি বায়না করেছেন, ‘আমাকে এবার ছেড়ে দিন…’

 

( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)