এবার বুলেট ট্রেনের (Bullet train) মানচিত্রে যুক্ত হতে চলেছে অযোধ্যা। অযোধ্যাকে পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু করে তুলতেই মূলত এই ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। রেল মন্ত্রকের তরফ এমনই পরিকল্পনার কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সামনের সারিতে অযোধ্যাকে নিয়ে আসতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত।
অযোধ্যাতে মর্যাদা পুরুষোত্তম রাম আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনা নেওয়ার পর এখন বুলেট ট্রেন (Bullet train) অযোধ্যা পর্যন্ত ছুটিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় high-speed রেল কর্পোরেশন লিমিটেড কাছ থেকে পাওয়া সূত্রের খবর অনুযায়ী দিল্লি থেকে অযোধ্যা পর্যন্ত ৬৭০ কিলোমিটার দূরত্ব মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবে।
আর ও পড়ুন রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)
ফলে সময় হলে প্রচুর মানুষ এবং পর্যটক দিল্লি থেকে সারা দিনের ট্যুরে অযোধ্যা ঘুরে আসতে পারবেন। পাশাপাশি অযোধ্যার সঙ্গে দেশের অন্যান্য বিমানবন্দরগুলি থেকেও সরাসরি উড়ান চালানোর একটা পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।কর্পোরেশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার আধিকারিকরা অযোধ্যার পরিদর্শন করেন।
সেখানে কোথায় বুলেট ট্রেনের স্টেশন, আবাসন সহ অন্যান্য সুবিধা চালু করা যাবে সে বিষয়ে তারা একটা প্রাথমিক পরিকল্পনা তৈরি করে রিপোর্ট জমা দেবেন রেল মন্ত্রকের কাছে।সূত্রের খবর অনুযায়ী পরিকল্পনা নেওয়া হয়েছে, বুলেট ট্রেনের (Bullet train) স্টেশন প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই হবে।
পাশাপাশি লখনউ, গোরখপুর বাইপাস রোড লাগোয়া এলাকাতেই যাতে এটি রাখা যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। কর্পোরেশন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে এবং নো অবজেকশন সার্টিফিকেট এর জন্য আবেদন জানিয়েছে। অনাপত্তি প্রমাণপত্র পেলেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।