ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা ! শনি-রবিবার একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদায় শাখায় , যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে। ফের বাতিল লোকাল ট্রেন (Local Train)। বারাসত-হাসনাবাদ সেকশনের (Barasat-Hasnabad section) সোন্দালিয়া এবং লাবুতলা স্টেশনের মধ্যে ডাবল লাইনের কাজ চলছে। আর সে কারণেই শনি ও রবিবার ৯ ঘণ্টার জন্য ব্যাহত হতে চলেছে শিয়ালদা-হাসনাবাদ শাখার লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। তাতেই এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে আপ 33323 এবং 33325 বারাসত – হাসনাবাদ লোকাল এবং 33533 শিয়ালদহ – হাসনাবাদ লোকাল বাতিল থাকছে শনিবার। একইসঙ্গে ডাউন 33538 হাসনাবাদ – শিয়ালদহ লোকাল এবং 33318 ও 33320 হাসনাবা –বারাসাত লোকাল বাতিল থাকছে একই দিনে।
বারাসাত–হাসনাবাদ শাখায় ৪০টি লোকালের মধ্যে বাতিল থাকছে ১২টি লোকাল। যার জেরে সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে 33516 হাসনাবাদ–শিয়ালদহ লোকাল রবিবার সকাল ৬.৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ওইদিন ৭টা ৫ মিনিটে ছাড়বে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।
আরও পড়ুন – লাইনচ্যুত হয়ে খেলনার মতো উল্টে গেল টয় ট্রেন, লাফিয়ে বাঁচলেন চালক
পাশাপাশি আপ 33311 এবং 33313 বারাসত-হাসনাবাদ লোকাল এবং 33517 শিয়ালদহ-হাসনাবাদ লোকাল বাতিল থাকছে রবিবার। বাতিল থাকছে ডাউন 33512 এবং 33514 হাসনাবাদ – শিয়ালদহ লোকাল এবং 33312 হাসনাবাদ – বারাসাত লোকাল। একইসঙ্গে ২৬ তারিখ রবিবার 33511 শিয়ালদহ – হাসনাবাদ লোকাল হাসনাবাদের পরিবর্তে বারাসতে পর্যন্ত চলবে। পাশাপাশি 30322 হাসনাবাদ-বিবিডি বাগ লোকালটি হাসনাবাদের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে।