নতুন বছরে ভরা পর্যটক মরশুমে বাতিল গুচ্ছের ট্রেন।টানা তিন দিন বাতিল থাকছে উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা। রবিবার উত্তর-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ৪ঠা জানুয়ারি থেকে ৬ইজানুয়ারি পর্যন্ত এক গুচ্ছের ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। নিউ জলপাইগুড়ি, আমবাড়ি ফালাকাটায় গুরুত্বপূর্ণ রেলের লাইন মেরামতি এবং সিগন্যাল আধুনিকীকরণের জন্য তারা তিন দিন এই রুটের গুচ্ছের গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে।
আগামী তিনদিন বাতিল করা হয়েছে হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি বনাইগাঁও এক্সপ্রেস, মালদা টাউন নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি আপডাউন ট্রেন পরিষেবা, দীঘা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। পর্যটন মরশুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃজেলা নিউ জলপাইগুড়ি- আলিপুরদুয়ার জংশন টুরিস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে আন্তঃ জেলা গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার, কাটিহার শিলিগুড়ি জংশন ইন্টারসিটির জরুরী ট্রেন পরিষেবা।
অন্যদিকে আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেন পরিসেবা গুলিকে ঘুর পথে চালানো হবে। ১৪টি দূরপাল্লার ট্রেন আলিপুরদুয়ার রোড স্টেশন হয়ে বাগডোগড়া হয়ে শিলিগুড়ি জংশনে প্রবেশ করবে। এরমধ্যে রয়েছে শিয়ালদহ নিউ আলিপুর দুয়ার পদাতিক এক্সপ্রেস,অমৃৎসর নিউ জলপাইগুড়ি স্পেশাল, উদয়পুর সিটি কামাখ্যা এক্সপ্রেস রাচি কামাখ্যা এক্সপ্রেসের মতো দূরপাল্লার একাধিক ট্রেন। এদিকে ৪ ও ৬ইজানুয়ারি বাতিল করা হয়েছে এমআরজি চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ৪তারিখ বাতিল থাকছে কর্মভূমি এক্সপ্রেস ও ৬ই জানুয়ারি বন্দ্য থাকছে অমৃতসর নিউজলপাইগুড়ি স্পেশ্যাল।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
উল্লেখ্য, নতুন বছরে ভরা পর্যটক মরশুমে বাতিল গুচ্ছের ট্রেন।টানা তিন দিন বাতিল থাকছে উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা। রবিবার উত্তর-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ৪ঠা জানুয়ারি থেকে ৬ইজানুয়ারি পর্যন্ত এক গুচ্ছের ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। নিউ জলপাইগুড়ি, আমবাড়ি ফালাকাটায় গুরুত্বপূর্ণ রেলের লাইন মেরামতি এবং সিগন্যাল আধুনিকীকরণের জন্য তারা তিন দিন এই রুটের গুচ্ছের গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে।
আগামী তিনদিন বাতিল করা হয়েছে হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি বনাইগাঁও এক্সপ্রেস, মালদা টাউন নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি আপডাউন ট্রেন পরিষেবা, দীঘা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। পর্যটন মরশুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃজেলা নিউ জলপাইগুড়ি- আলিপুরদুয়ার জংশন টুরিস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে আন্তঃ জেলা গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার, কাটিহার শিলিগুড়ি জংশন ইন্টারসিটির জরুরী ট্রেন পরিষেবা।