নিউজ ডেস্ক ৩ নভেম্বর২০২০: পেজ থ্রির পাতা ভরে উঠেছে শ্রাবন্তী আর রোশন সিংয়ের বিচ্ছেদের খবরে। এমন খবরে রীতিমতো তোলপাড় পরে গেছে চতুর্দিকে। রাতারাতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম থেকে উবে গেছে স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি।

প্রসঙ্গত ২০১৮সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। দুজনের বিয়ের একবছর কাটতে না কাটতেই ফের দুজনের সংসারে ভাঙ্গনের কারণ কি এই নিয়ে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্ত থেকে তারকা মহলে।
আরও পড়ুন…৩০শে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান
এর আগেও বাগদান হয়ে আইনি বিয়ে হয়ে যাওয়ার পরেও ভেঙ্গেছে সেই সম্পর্ক। যদিও এই বিষয়ে কোনও কথা বলতে রাজি হয়নি রোশন শ্রাবন্তী । তবে সূত্রের খবর অনুযায়ী শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে “অতীত সম্পর্ক” বলে মন্তব্য করেছেন রোশন সিং।



















