আংটি বিড়ম্বনায় পার্থ ! কোর্টে প্রশ্নের মুখে প্রাক্তন মন্ত্রী ,কি বললেন পার্থ ? বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন পার্থ। সেখানেই প্রাক্তন মন্ত্রীর হাতে আংটি দেখিয়ে আদালতে তাঁকে প্রভাবশালী বলে অভিহিত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আইনজীবী আদালতে জানান, ‘জেল কোড’ অনুসারে সংশোধনাগারে কোনও অলঙ্কার পরা যায় না। পার্থ সেই নিয়মভঙ্গ করে বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা প্রভাবশালী। জবাবে পার্থর আইনজীবী অবশ্য জানিয়েছেন, এই নিয়মের কথা তাঁর মক্কেলের জানা ছিল না। পার্থ নিজেও জানান, স্বাস্থ্যের কারণেই তিনি আংটি পরে আছেন।
সওয়াল জবাব শুরুর সময়েই বিচারক পার্থকে হাত দেখাতে বলেন। জেলে যে এ সব অলঙ্কার পরে ঢোকার নিয়ম নেই, তা পার্থ জানেন কিনা তা-ও জিজ্ঞাসা করেন বিচারক। জেল কোডের ৯৬০, ৫০৪ এবং ৫০৩ নম্বর ধারার উল্লেখ করে ইডির আইনজীবী জানান, জেলে ঢোকার পর সমস্ত অলঙ্কার খুলে ফেলাই নিয়ম। তারপরই তাঁর প্রশ্ন, “এক জন অভিযুক্ত কী ভাবে গয়না পরে জেলে থাকতে পারেন?” বিচারক পার্থর উদ্দেশে বলেন, “আপনাকে কেউ বলেনি যে, এটা নিয়ে ঢোকা যাবে না?”
আরও পড়ুন – ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া মুকুল! বিস্ফোরক অভিযোগ দিলীপের, কি বলছেন পুত্র শুভ্রাংশু…
বুধবার শুনানি শুরু হওয়ার পরেই আলিপুর আদালতের বিচারক পার্থকে হাতের আঙুল দেখাতে বলেন। পার্থ হাত তুলে দেখালে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ওঁর হাতে রিং দেখা যাচ্ছে। তা হলেই বুঝুন কতটা প্রভাবশালী যে, জেলের ভিতর হাতে আংটি পরে রয়েছেন।” ইডির আইনজীবী জানতে চান, গ্রেফতার করার সময়ে প্রাক্তন মন্ত্রীর হাত থেকে আংটি খোলা হয়েছিল কিনা। পার্থের আইনজীবী সুকন্যা ভট্টাচার্য আদালতে পাল্টা প্রশ্ন তুলে বলেন, “জেলের এই নিয়ম উনি (পার্থ) জানবেন কী করে?” এই প্রসঙ্গে বিচারক বলেন, “উনি (পার্থ) তো নিজেকে আইনের ছাত্র বলেন।”