যাদবপুর নিয়ে রাজ ভবনে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল

যাদবপুর নিয়ে রাজ ভবনে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

যাদবপুর নিয়ে রাজ ভবনে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Cv Ananda Bose) ৷ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)  উপাচার্যহীন৷ ফলে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল৷

 

 

 

 

 

গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে হস্টেলের (Hostel) সামনে থেকে প্রথম বর্ষের এক পড়ুয়ার বিবস্ত্র দেহ উদ্ধার হয়৷ পরে হাসপাতালে মৃত্যু হয় নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্রের৷ র‍্যাগিংয়ের কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ঘটনার তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র এবং দু জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতারও করেছে পুলিশ ৷

 

 

 

 

এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে৷ বিশ্ববিদ্যালয়ের ভিতরের নিরাপত্তাও প্রশ্নের মুখে৷ গত মার্চ মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)  উপাচার্য পদ থেকে ইস্তফা দেন সুরঞ্জন দাস৷ জুলাই মাসে অস্থায়ী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেন রাজ্যপাল ৷ কিন্তু তিনিও গত ৪ অগাস্ট ইস্তফা দেন৷ এর পরেই প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটে৷ ছাত্র মৃত্যুর ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার জন্য আচার্য হিসেবে রাজ্যপালকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সবমিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠাতেই দ্রুত আচার্য নিয়োগে তৎপর হলেন রাজ্যপাল৷

 

 

 

 

আরও পড়ুন – ‘টাকা থাকলে খরচ করুন, নাহলে ইডি-সিবিআই নিয়ে যাবে’, বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন…

 

 

 

আগামিকাল বিকেল পাঁচটায় রাজ ভবনে এই বৈঠক ডেকেছেন রাজ্যপাল৷ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা এবং বিশ্ববিদল্যায়ের ভিতরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়য়েই আলোচনা করতে রাজ্যপাল এই বৈঠক ডেকেছেন বলে রাজ ভবন সূত্রে খবর৷

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....