CAA নিয়ে অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার চেন্নাই যাত্রা সময় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গুজরাটে ভোট আসছে বলে রাজনীতি করা হচ্ছে। এসব পশ্চিমবঙ্গে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
চেন্নাই যাত্রার আগে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী প্রথমেই প্রশ্ন তোলেন, কেন মরবিতে ব্রিজ দুর্ঘটনার তদন্তে সিবিআই কিংবা ইডির মতো তদন্তকারী সংস্থাকে যুক্ত করা হল না। মরবির ব্রিজ দুর্ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলে তিনি বলেছেন, রাজনীতি কিংবা নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মানুষের জীবন গুরুত্বপূর্ণ।
গুজরাটের আনন্দ ও মেহসানা জেলায় বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সেই সব দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়ের মানুষদের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, নাগরিকত্ব দিতে স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছে, তাতে সারা ভারতের সঙ্গে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও। এব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সিএএ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ এর বাইরে থাকবে না। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে সিএএ-র বিরুদ্ধে। তা কোনওভাবেই পশ্চিমবঙ্গে লাগু হতে দেওয়া যাবে না। তারা এর বিরোধিতা করছেন।
আরও পড়ুন – বঙ্গ গৌরব সম্মান ২০২২
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ গুজরাটের নির্বাচনের জন্যই রাজনীতি করা হচ্ছে, বিজেপি বিষয়টিকে ইস্যু করছে। নির্বাচন আর রাজনীতির থেকে মানুষের জীবন অনেক দামী বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ এ নাগরিকত্ব সংশোধনী আইন পাশের সময় থেকেই এর বিরোধিতা করে আসছে। এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া সমাজের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রাজ্য সরকার সমর্থন না করলে সিএএ, রাজ্যে লাগু করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রকের গুজরাট নিয়ে সোমবারের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেছেন, যদি তা গুজরাটে শুরু হয়, তাহলে তিনি মনে করেন, প্রথম ধাপ শুরু হল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আশাপ্রকাশ করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে একত্রিত হবে। এব্যাপারে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদী ।