নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৪ ফেব্রুয়ারি, CAA -এর সমর্থনে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিল।করিমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কোলাবেরিয়ায় বাড়ি বাড়ি প্রচার করার সময় তৃণমূলের কর্মীরা হঠাৎ তাঁদের পথ আটকায়, তারপর ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হয়ে করিমপুর হাসপাতালে ভর্তি হন অনেক বিজেপি কর্মী।
জানা গিয়েছে, তাদের মধ্যে একজনের আশঙ্কাজনক অবস্থায় করিমপুর থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। যদিও এই ঘটনার এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি আশুতোষ পাল জানান, দোষীদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে নদীয়া জেলা জুড়ে সকলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।