নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২ জানুয়ারি, CAA সমর্থনে আজ রবিবার বাড়ি বাড়ি প্রচার অভিযান চালালো শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা কমিটি। এদিন বিজেপির এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি। শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বোতল কোম্পানীর মোড় থেকে এই প্রচারাভিযান শুরু করে বিজেপি নেতৃত্বরা। পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে অবগত করেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বরা।
এদিন বিজেপি রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যে কোনো সময় পৌরসভা নির্বাচন হলেই বিজেপি নির্বাচনে লড়তে প্রস্তুত রয়েছে। একইসঙ্গে তিনি বাম পরিচালিত শিলিগুড়ি পুরো বোর্ডকে কটাক্ষ করে বলেন গৌতম দেব এবং অশোক ভট্টাচার্যের সমঝোতাই দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু বোর্ড চলছে।