প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি মামলায় জেলা শাসককে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট, এদিনের শুনানিতে মামলাকারীর তরফে সওয়াল করা হয়, ন্যায্য ব্যাক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অথচ যাঁরা এই প্রকল্পের আওতায় আসছেনই না, তাঁদের নামে টাকা বরাদ্দ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রকল্পের নামে টাকা নয়ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এদিনের শুনানিতে একাধিক অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ছয় সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসককে।
মামলাকারীর অভিযোগ, জেলায় আবাস যোজনার প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে বিস্তর গরমিল রয়েছে। আরও অভিযোগ, ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে বেআইনিভাবে একাধিক ব্যক্তির নাম তালিকায় তোলা হয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের কান্দি পুরসভার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। পুরসভার কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন – ‘মমতার সারদা-যোগ নিয়ে তথ্যপ্রমাণ সিবিআইকে দেব’, বিস্ফোরক শুভেন্দু,
আরও পড়ুন – বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের মহাজোটের বৈঠক, শরদ পওয়ারও-এর পাশে হাজির সনিয়া, মমতা
এদিনের শুনানিতে মামলাকারীর তরফে সওয়াল করা হয়, ন্যায্য ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অথচ যাঁরা এই প্রকল্পের আওতায় আসছেনই না, তাঁদের নামে টাকা বরাদ্দ হয়েছে। এক ব্যক্তির বহু অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে টাকা বরাদ্দ হয়েছে, অথচ টাকা পৌঁছয়নি। আবার অন্য এলাকার লোকের নামে বাড়ি বরাদ্দ হয়েছে।
(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)