পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরবর্তী ১০ দিন রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের । পঞ্চায়েত ভোট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। অতীতে বাংলার নির্বাচন পরবর্তী সময়ে যে অশান্তি ও হিংসার অভিযোগ উঠেছে, সেই প্রেক্ষিতে যাতে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকে রাজ্যে, সেই নিয়ে আবেদন জানানো হয়েছিল আদালতে। সেই আবেদনের ভিত্তিতে এবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরবর্তী ১০ দিন রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রকে সেই অনুযায়ী নির্দেশিকা জারি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
উল্লেখ্য, এদিন আদালতে কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মূলত দুটি প্রস্তাব দেওয়া হয়। হয়,প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান।কিংবা,কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে একটি মোবাইল পেট্রোলিং টিম বানানো…এক একটি টিম ছ’টি পোলিং স্টেশনের দায়িত্বে থাকবে।যদিও এই বিষয়ে আদালতের থেকে স্পষ্ট কোনও দিকনির্দেশ দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ,এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে উপযুক্ত এক্সপার্টাইজ় নেই।সেই কারণে সীমান্তরক্ষী বাহিনীর আইজি ও কমিশন একসঙ্গে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে এত জটিলতা তৈরি হচ্ছে,তা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে।তখন কেন্দ্রের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল কমিশনের দিকেই দায় ঠেলেন।তাঁর বক্তব্য, কমিশন কত সংখ্যক বাহিনী লাগবে, সেটা বলার পাশাপাশি,কোন বাহিনী লাগবে…সিআরপিএফ না এসএসবি,সেটাও উল্লেখ করে দিয়েছে। আর সেই কারণেই তাড়াতাড়ি বাহিনী পাঠানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি ডেপুটি সলিসিটর জেনারেলের।যদিও সেই সমস্যা আজই দূর করে দেন বিচারপতি।বিচারপতি জানিয়ে দেন, কমিশন শুধু ঠিক করবে বাহিনীর সংখ্যা।তবে কোন বাহিনী আসবে,সেটা আইজি বিএসএফ ঠিক করবেন।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে যোগ দেবেন ১২ হাজার পুলিশকর্মী, কলকাতার নিরাপত্তা এবং ট্র্যাফিক নিয়ে…
এই বিষয়টি নিয়ে জটিলতা কাটার পর বিচারপতি জোর দেন, যাতে আগামিকাল রাতের মধ্যেই গোটা বাহিনী রাজ্যে পৌঁছে যায়। বিষয়টি যাতে দ্রুত হয়ে যায়,তা দেখার জন্য বলেন।তখন কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়,আগামিকাল রাতের মধ্যে মোট ৬৫৮ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে।আর বাকি বাহিনীও ভোটের সকালে পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডেপুটি সলিসিটর জেনারেল।