জেলে বন্দিদের মোবাইল ব্যবহার বন্ধ করতে কড়া নির্দেশ , রাজ্যের সব সংশোধনাগারে আরও কড়াকড়ি করতে বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

জেলে বন্দিদের মোবাইল ব্যবহার বন্ধ করতে কড়া নির্দেশ , রাজ্যের সব সংশোধনাগারে আরও কড়াকড়ি করতে বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট , সংশোধনাগারের ভিতরে বন্দিদের মোবাইলের ব্যবহার রুখতে রাজ্যের সব সংশোধনাগারে এবার জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল আদালত। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে মাদক মামলায় ধৃত দুই অভিযুক্তের জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করে রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

প্রসঙ্গত, রাজ্যে সাম্প্রতিককালে একাধিক হেভিওয়েট নেতা জেলবন্দি রয়েছেন। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে গতকালই বিস্ফোরক দাবি করেছিলেন কাজল শেখ। তাঁর দাবি ছিল, জেলে বসেই জেলা কন্ট্রোল করছেন অনুব্রত। এমনই এক পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল। মুর্শিদাবাদের একটি মাদক সংক্রান্ত মামলায়, জেলের মধ্যে বন্দিদের মোবাইলের ব্যবহার বন্ধ করতে রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল হাইকোর্ট।

 

 

আরও পড়ুন – মিলবে মোটা টাকার বেতন ,মাধ্যমিক পাশেই শতাধিক পদে কর্মী নিয়োগ করছে কলকাতা…

বিচারপতি বাগচি ও বিচারপতি গুপ্তার ডিভিশন বেঞ্চ সোমবার নির্দেশ দিয়েছে, বন্দিদের আদালত থেকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর, আগে তাদের গোটা দেহ ওই ফুল বডি স্ক্যানার মেশিনে তল্লাশি করতে হবে। মোবাইল কিংবা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট যাতে সংশোধনাগারের ভিতরে ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে কারা দফতরকে। এদিন এই মামলার শুনানির সময় হাইকোর্টকে বিভ্রান্তিকর রিপোর্ট জমা দেওয়ার জন্য কারা দফতরের একাধিক অফিসারের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করে আদালত। সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে প্রথমে কড়া পদক্ষেপের লিখিত নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। যদিও পরে রাজ্যের অনুরোধে তা প্রত্যাহার করে নেয় আদালত।

(সব খবর ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )