সিভিক ভলান্টিয়ারদের আইন রক্ষার ক্ষেত্রে ভূমিকা কী?নির্দেশিকা তৈরির নির্দেশ দিল হাই কোর্ট, সিভিক ভলান্টিয়ার নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য পুলিশের আইজিকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) । মঙ্গলবার তিনি জানান, আগামী ২৯ মার্চের মধ্যে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দিতে হবে। রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের কী ভূমিকা রয়েছে? কোন কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলান্টিয়ারদের (civic volunteer)?
কয়েক দিন আগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সরশুনা থানার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, দু’জন সিভিক ভলান্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যায়। সঙ্গে পুলিশও ছিল। তার পর থেকে আর ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার। যুবকের পরিবারের আইনজীবী নিহত আনিস খানের প্রসঙ্গ তোলেন। সেখানেও সিভিক ভলান্টিয়ার যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তার পরেই মঙ্গলবার এই নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।
আরও পড়ুন – এক বছর পূর্ণ হল বগটুইকাণ্ডের, আশিস বন্দ্য়োপাধ্যায়কে ঘিরে ক্ষোভ বগটুইতে,বগটুইয়ে বিধায়কের মুখের…
রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের কী ভূমিকা রয়েছে? কোন কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলান্টিয়ারদের? মঙ্গলবার বিচারপতি জানান, আগামী ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরি করে আদালতে জমা দিতে হবে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)