কালীঘাটের কাকুকে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে অনুমতি হাইকোর্টের, জামিন নামঞ্জুর

কালীঘাটের কাকুকে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে অনুমতি হাইকোর্টের, জামিন নামঞ্জুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কালীঘাটের কাকুকে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে অনুমতি হাইকোর্টের, জামিন নামঞ্জুর, অবশেষে বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে চিকিৎসা করানোর অনুমতি দিল আদালত। তার শারীরিক অবস্থা যাচাই করে রিপোর্ট জমা দেয় ইডির মেডিক্যাল টিম। সুজয় কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারের কারণে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা যেতে পারে বলে জানায় আদালত। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হবে সুজয় কৃষ্ণ ভদ্রের। সুজয় কৃষ্ণ ভদ্রের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় নিয়ে আপত্তি নেই ইডিরও। তার শারীরিক অবস্থা দেখে ইডির মেডিক্যাল বোর্ড রিপোর্ট দিয়ে জানিয়েছে তার এই মুহুর্তে অস্ত্রোপচার প্রয়োজন রয়েছে। বি এম বিড়লা বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি আদালতের।

 

 

 

 

 

তবে সুজয় কৃষ্ণ ভদ্রের নিরাপত্তা প্রদানের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। জানানো হয়েছে, জেল কর্তৃপক্ষ নিরাপত্তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে ওই হাসপাতালে। এদিন এরকমই নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। তবে তাকে জামিন নয় এই অবস্থায় বক্তব্য আদালতের। কয়েকদিন আগেই সুজয় কৃষ্ণ ভদ্র তার চিকিৎসা বেসরকারি হাসপাতালে করাতে চান বলে আবেদন জানান আদালতে। তবে কেন তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে চান, তা জানতে চান আদালতের বিচারপতি। বিচারপতি জানান, পিজি হাসপাতাল যত ক্ষণ না বলবে তারা বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। সেই কারণে সুজয় কৃষ্ণ ভদ্রের বর্তমান শারীরিক অবস্থা জানতে চেয়ে ইডির কাছে রিপোর্টও তলব করেন বিচারপতি।

 

 

 

 

 

উল্লেখ্য, এর আগে নিজের স্ত্রী বিয়োগের পরেও জামিন পাননি কালীঘাটের কাকু। সুজয় ছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। স্ত্রী মারা যাওয়ার পর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য জামিন জন্য আবেদন করেন সুজয় ভদ্রের আইনজীবী। কিন্তু হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি। প্যারোলে ছাড়ার জন্য আবেদন করা যেতে পারে বলে জানান বিচারপতি।

 

 

 

আরও পড়ুন –  কলকাতায় মোট হকারের সংখ্যা কত? হকার সংগ্রাম কমিটি কী বলছে?

 

 

 

 

আদালত থেকেই ইডিকে বিশেষ মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়। সেইমতো ইডির মেডিকেল টিম সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার পরীক্ষা করে। এরপর ইডিও সহমত হয় সুজয় কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারের ব্যাপারে। তবে জামিন এখনই মঞ্জুর করেনি আদালত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top