পুলিশের তোলাবাজি বিরুদ্ধে এবার সিআইডিকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচাপতির

যোগেশচন্দ্র মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

রাজ্য পুলিশের তোলাবাজির ঘটনায় পরিচিত সবাই। বারংবার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। মাঝেমধ্যেই পুলিশের বিরদ্ধে এই অভিযোগ নিয়ে সরব হন লরি চালকেরা। এই নিয়ে হাজারও প্রশ্ন রয়েছে জনমানসেও। এবার এবিষয়ে প্রশ্ন তুলল আদালতও (High court wants CID investigation on police extortion)।

আরও পড়ুন: কাশ্মীরের কুলগাঁও থেকে গ্রেফতার ৫ জঙ্গি, দাবি পুলিশের

উত্তর দিনাজপুরের ডালখোলায় লরির যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে (police extortion)। টাকা দিতে না চাওয়ায় পুলিশ লরি বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে (High court wants CID investigation) দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সোমবার ওই মামলার শুনানিতে পুলিশের তোলাবাজি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। করেন বিচারপতি।

 

আদালত সূত্রের খবর, এরপরই পুলিশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এডিজি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ আদালতে। দুপুর ২টোয় ফের মামলার পরবর্তী শুনানি হবে। ওই শুনানিতে সিআইডিকে জানাতে হবে কোন অফিসারকে দিয়ে তাঁরা ঘটনার তদন্ত করাতে চান। এডিজি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ আদালতে। দুপুর ২টোয় ফের মামলার পরবর্তী শুনানি হবে। ওই শুনানিতে সিআইডিকে জানাতে হবে কোন অফিসারকে দিয়ে তাঁরা ঘটনার তদন্ত করাতে চান।

 

আদালত সূত্রে জানা গিয়েছে, আরিফ নামে ডালখোলায় পুলিশের জনৈক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ, গাড়ির উপযুক্ত কাগজপত্র থাকাসত্ত্বেও গাড়ির চালকের কাছ থেকে পুলিশের জনৈক সাব ইন্সপেক্টর সাড়ে চার হাজার টাকা দাবি করেন। ঘুষ দিতে না চাওয়ায় লরি বাজেয়াপ্ত করে একাধিক ধারায় মামলা করে পুলিশ। সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির ভিডিও এদিন আদালতে পেশ করেন অভিযোগকারী। এরপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। মামলাকারীর অভিযোগ, গাড়ির উপযুক্ত কাগজপত্র থাকাসত্ত্বেও গাড়ির চালকের কাছ থেকে পুলিশের জনৈক সাব ইন্সপেক্টর সাড়ে চার হাজার টাকা দাবি করেন। ঘুষ দিতে না চাওয়ায় লরি বাজেয়াপ্ত করে একাধিক ধারায় মামলা করে পুলিশ। সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির ভিডিও এদিন আদালতে পেশ করেন অভিযোগকারী। এরপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।

en.wikipedia.org