“আদালতের নামে উল্টোপাল্টা বাজে কথা বলে, তাঁদের সম্মান করি না” অসন্তোষ প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, প্রশংসা করলেন ‘সুপ্রিমো’র। আদালতের নামে যাঁরা বাজে কথা বলেন, সেই সব রাজনৈতিক নেতাদের আমরা সম্মান করি না। কারও নাম না করে এজলাসে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি মামলা চলাকালীন এই মন্তব্য করেছেন বিচারপতি। এদিন আদালতে হাজিরা দিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Pal)। তাঁকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, “আপনারা অধ্যাপক , আপনাদের আমরা সম্মান করি। কিন্তু সেইসব রাজনৈতিক নেতা, যাঁরা আদালতের নামে উল্টোপাল্টা বাজে কথা বলে, তাঁদের সম্মান করি না।” সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বরা এমন মন্তব্য করেন না।
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি এসএসকেএমে সাংবাদিকদেক মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “আমি বারবার বলছি বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে। সমাজবিরোধীদের মদত দেওয়া হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।” তাঁর এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আজ, সোমবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন আইনজীবী অভিষেকের মন্তব্য নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি জানান। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বৃহত্তর বেঞ্চে মামলা করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন – লোকসভায় কাঁথিতে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী? দেওয়াল লিখন ঘিরে জোর চর্চা
এদিন কোনও রাজনৈতিক নেতার নাম না নেওয়া হলেও বিচারপতির এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। পর্ষদের ওই মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, “সুপ্রিমো এই ধরনের বাজে কথা বলেন না। তিনি (She) আদালতে এলে বিচারপতিদের সঙ্গে কথা বলেন। তিনি বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না।” এক্ষেত্রেও রাজনৈতিক ব্যক্তিত্ব বা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের কথা উল্লেখ করেননি তিনি।