ঘরছাড়া ৬১ জন বিজেপি কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ বিচারপতি মান্থার, দিতে হবে পুলিশি নিরাপত্তা , রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় খেজুরির যে সব মানুষ এখনও ঘরে ফেরেননি, তাঁদের ঘরে ফেরানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। খেজুরির শেরখান চকে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে রাজ্যকে। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন তিনি। সেখানে বিস্ফোরণের অভিযোগ থাকায় বিস্ফোরণের ধারা যুক্ত করতে হবে পুলিশকে। ঘরছাড়াদের মঙ্গলবারই ঘরে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পুলিশ ঘরে ফেরানোর পর গোটা এলাকায় অন্তত আটজন পুলিশ (কনস্টেবল)কে নিরাপত্তা দিতে হবে। ঘর ছাড়াদের এলাকায় সিসিটিভি লাগাতে হবে।
তৃণমূলের এক সাধারণ কর্মীকে বিনা দোষে মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, খেজুরি দুই ব্লকের বারাতলা, শেরখাঁনচকে যুধিষ্ঠির দাসকে মারধরের ঘটনায় খেজুরি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুচিত্রা দাস। প্রায় ১২ জনের নামে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগে ৫ থেকে ৭টি পরিবার গ্রেফতারির ভয়ে ঘরছাড়া হয়। চলতি বছরের ৭ এপ্রিল সন্ধ্যায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে এই ইস্যুতে গোলমালের ঘটনা ঘটেছিল।
তৃণমূলের দাবি, হামলা চালানোর পর ভয়ে ঘরবাড়ি ছেড়ে নন্দীগ্রামে বসবাস করছেন বিজেপির ওই সব কর্মীরা। কাউকে বাড়ি ফিরতে বাধা দেওয়া হয়নি।
মামলা চলাকালীন সিসিটিভির সেই সব ফুটেজ যাতে কোনওভাবেই মুছে না ফেলা হয় সেটাও পুলিশকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, যাঁদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পুলিশ আইনত পদক্ষেপ করবে।
আরও পড়ুন – ম্যালেরিয়া এবং ডেঙ্গির মতো মশাবাহিত রোগে শীর্ষে রাজ্য!
বিচারপতির মান্থার পর্যবেক্ষণ, ৬১ জন ঘরছাড়া রয়েছে। তাঁদের পরিস্থিতি অনুমান করে আদালত এই নির্দেশ দিচ্ছে। রাজ্যের তরফে বলা হয়েছে, যাঁরা বাড়িতে নেই, তাঁদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, কেউ কেউ ভিন রাজ্যে কাজ করেন।