ভোটের দিন নিজের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, জানিয়ে দিল হাইকোর্ট , ভোটের দিন অর্থাৎ শনিবার নন্দীগ্রামের বাইরে যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ মামলার শুনানি হয় শুক্রবার। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। শুভেন্দু রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগ করে মামলা করেন। শুভেন্দুর আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। কমিশনের নির্দেশ অনুযায়ী, শুভেন্দু যেখানকার ভোটার সেখানেই থাকতে হবে ভোটের দিন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান শুভেন্দু। বিচারপতি সিনহা এদিন জানিয়ে দেন, কমিশনের নির্দেশ মেনে নিজের এলাকা ছেড়ে যেতে পারবেন না শুভেন্দু। যেখানকার ভোটার সেখানেই ভোটের দিন থাকতে হবে বিরোধী দলনেতাকে। শুভেন্দু নন্দীগ্রামের ভোটার। ফলে সেখানেই থাকবেন তিনি। কমিশনের একটি বিজ্ঞপ্তির নিরিখে বৃহস্পতিবার কাঁথি পুলিশ শুভেন্দু অধিকারীকে চিঠি দেয়। সেখানে মনে করিয়ে দেওয়া হয় জনপ্রতিনিধির রাজনৈতিক গতিবিধি কেমন হবে।
বিচারপতি জানতে চান, কেন কাঁথি থানা এই নোটিস দিল। পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, বেশির ভাগ সময়ই কাঁথিতে থাকেন শুভেন্দু অধিকারী। তাই কাঁথি থানার আইসি এই নোটিস দিয়েছেন। এরপরই বিচারপতি সিনহা জানিয়ে দেন, কমিশনের নির্দেশই বহাল থাকবে।
আরও পড়ুন – ভোটের আগে ধর্ষণের অভিযোগে আগাম জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ নওশাদ সিদ্দিকি,
এদিন শুনানিপর্বে শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, কাঁথি থানা নোটিস দিয়েছে উনি যেখানে ভোটার নন, সেখানে যেতে পারবেন না। বিরোধী দলনেতার অনেক কাজ থাকে। কোনও কর্মী মার খেলে তাঁকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। পাল্টা কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা বলেন, সব রাজনৈতিক নেতাদের জন্য এটা প্রযোজ্য। প্রার্থী যেতে পারেন। কিন্তু অন্য কোনও রাজনৈতিক নেতার তাঁর এলাকার বাইরে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও একই নিয়ম।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)