‘এটা কি ছেলেখেলা চলছে?’, পুলিশের উপর বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। পুলিশের সিভিল কোর্টের নির্দেশ না মানার প্রবণতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা লিখিত পর্যবেক্ষণে জানিয়েছেন, এমন চলতে থাকলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে আদালত। মঙ্গলবার রাজ্য পুলিশের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট। লিখিত পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, পুলিশের এই নির্দেশ না মানার মতো প্রবণতা বিচার দেওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা। পুলিশের এই ঔদ্ধত্য যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, এদিন তা স্পষ্ট করে জানিয়েছে আদালত।
এছাড়াও মঙ্গলবার পুলিশের এই নির্দেশ নাম মানার প্রবণতা নিয়ে আদালতে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, “বিভিন্ন জেলার থানার বিরুদ্ধে প্রতিদিন একই ধরনের অভিযোগ আসছে। নিম্ন আদালতের নির্দেশ মানার কোনও ইচ্ছা পুলিশের নেই। কি হচ্ছে এটা? ছেলে খেলা চলছে? প্রতি তিনটি মামলাযর একটিতে পুলিশের বিরুদ্ধে নির্দেশ না মানার অভিযোগ। দিনের পর দিন এই ভাবে চলবে! এটা বিচার দেওয়ার পথে অন্তরায়।”
আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে রাজ্য পুলিশের জন্য বিড়ম্বনার বলেই মনে করা হচ্ছে। সোমবার লালন শেখ হত্যা মামলায় রাজ্য পুলিশের উপর আস্থা দেখিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে এক সপ্তাহের মধ্যে সিট গঠন করতে হবে। আস্থা প্রকাশের পরদিনই ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ।
আরও পড়ুন – রাজু ঝা খুনে গ্রেফতার আরও ২,
আদালতের নির্দেশ, রাজ্য পুলিশের ডিজিকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে। এর পাশাপাশি প্রত্যেক জেলার পুলিশ সুপারকে এই বিষয়ে সতর্ক করতে হবে। কোনও থানা যদি সিভিল কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে তবে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি আদালত জানিয়েছে, ক্যানিং থানার বিরুদ্ধে সিভিল কোর্টের নির্দেশ না মানার যে অভিযোগ রয়েছে, তাতে বারুইপুর পুলিশ জেলার সুপারকে সংশ্লিষ্ট থানার আইসির বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।