সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্যের কাছে ভিডিয়ো চাইল হাই কোর্ট

সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্যের কাছে ভিডিয়ো চাইল হাই কোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্যের কাছে ভিডিয়ো চাইল হাই কোর্ট, হাওড়া, হুগলি এবং উত্তর দিনাজপুরে অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বুধবারের মধ্যে ওই রিপোর্ট এবং নজরদার (সিসি) ক্যামেরার ফুটেজ আদালতে জমা দিতে হবে। সাধারণ মানুষ যাতে কোনও ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে বলা হল পুলিশকে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে দিকেএ নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

 

 

 

 

 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)-এর কাছে ওই দুই জায়গার পরিস্থিতি জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাঁর প্রশ্ন, “এই ধরনের ঘটনার আগে পুলিশ আগে কেন অনুমান করতে পারল না পরিস্থিতি? আগেও এই ধরনের ঘটনার উদাহরণ রয়েছে। তার পরেও কি গা ছাড়া মনোভাব পুলিশের চোখে পড়ছে? কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে কি?” এজি জানান, শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। মিছিল শুরুর কিছু ক্ষণের মধ্যে মিছিলকারীরা হিংসাত্মক হয়ে ওঠেন। ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী ৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বুধবারের মধ্যে ওই ঘটনার রিপোর্ট এবং সিসি ক্যামেরার ফুটেজ আদালতে জমা দিতে হবে।

 

 

 

 

আরও পড়ুন –  ‘প্রধানমন্ত্রীর পদ খালি নেই’, বিহারের জনসভায় দাঁড়িয়ে নীতীশকে তোপ শাহর

 

 

 

হাওড়ায় অশান্তির ঘটনা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্তের আর্জি জানান। সোমবার তাঁর আইনজীবী আদালতে সওয়াল করে বলেন, “হাওড়া এবং ডালখোলায় পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। তার পরেও কেন ওই ধরনের ঘটনা ঘটল, কেন পুলিশের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি? কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালকে ঘটনার উপর নজরদারি করতে হয়েছে। এখনও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top