ধেয়ে আসছে সৌরঝড়, বড় ক্ষতি হতে পারে চন্দ্রযান ৩-র? কী বলছে ইসরো, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবারই আছড়ে পড়বে ‘নরখাদক’ সৌরঝড়। যার রোষানলে পড়তে চলেছে পৃথিবী। এক মুহূর্তে বন্ধ হতে পারে যাবতায়ী ইন্টারনেট পরিষেবা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পাশাপাশি বিষয়টি নিয়ে সতর্কও করেছেন তাঁরা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, সৌরজগতের আবহাওয়া মণ্ডলে তৈরি হয়েছে মেঘ। সেখান থেকেই সৌরঝড়ের উৎপত্তি হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে এই সৌরঝড় পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরাতে পারে বলে NASA-র তরফে মিলেছে ইঙ্গিত
বুধবার সকালে সৌরঝড়ের সর্বশেষ আপডেট প্রকাশ করে, SpaceWeather.com। সেখানে বলা হয়েছে, গত ৫ অগাস্ট থেকে সৌরঝড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ধীরে ধীরে তা সূর্যের বাইরের দিকে বেরিয়ে আসছে। এবারের সৌরঝড় আকারে অনেকটা বড় ও অন্তত সাতদিন ধরে চলবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
NASA-র বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের সময় সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা ও চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ হয়। এর ফলে কোটি কোটি সৌরপদার্থ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যার প্রভাব এসে পড়ে সৌরজগতে। এভাবে সৌর পদার্থের চারপাশে ছিটিয়ে পড়া সবচেয়ে বিপজ্জনক বলে দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
প্রসঙ্গত, গত মাসের ১৪ তারিখে চাঁদের দিকে রওনা হয় চন্দ্রযান-৩। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র তৈরি ওই নভোযান। আগামী ২৩ অগাস্ট পৃথিবীর উপগ্রহের দক্ষিণ মেরুতে তার সফল অবতরণ হবে বলে জানিয়েছে ISRO।
আরও পড়ুন – নিয়োগ দুর্নীতির ছায়া মৎস্য দফতরেও! চাঞ্চল্যকর বয়ান সিবিআইয়ের হাতে,
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহেই সৌরঝড়ের বিষয়ে সতর্ক করেন মার্কিন মহাকাশ গবেষকরা। এর জন্য কী কী ক্ষতি হতে পারে, তাও একরকম স্পষ্ট করেন তাঁরা। NASA-র দাবি, সৌরঝড়ের পুরোপুরি প্রভাব পৃথিবীর বায়ুমণ্ডলে পড়লে পুরোপুরি ধ্বংস হবে GPS পরিষেবা। এছাড়া রেডিও ওয়েভের চলাচল ও বিদ্যুৎ পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে।