বাড়তে চলেছে শহরের গাড়ি পার্কিং ফি ,কত হচ্ছে নতুন ফি-কাঠামো ,জল্পনা চলছিলই। অবশেষে শনিবার থেকে বাড়তে চলেছে শহরের পার্কিং ফি (Kolkata Car Parking)। একধাক্কায় তা একেবারে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার (Kolkata Municipality) ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়ে। অবশেষে সেই সিদ্ধান্তই কার্যত বাস্তবায়িত হতে চলেছে। কলকাতা পুরসভার পার্কিং বিভাগ সূত্রে খবর, এতদিন দুচাকার গাড়ির ক্ষেত্রে একঘণ্টা পিছু দিতে হত ৫ টাকা। কিন্তু ১ এপ্রিল থেকে তা বেড়ে হচ্ছে ১০ টাকা। একইসঙ্গে এও জানা গিয়েছে দুই চাকা গাড়ির ক্ষেত্রে পার্কিং-এ ৩ ঘণ্টা রাখলেই দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টা রাখলে দিতে হবে ৬০ টাকা, ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা। চার চাকার গাড়ির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল থেকে সেটাও বেড়ে হচ্ছে ২০ টাকা।
অন্যদিকে বাস বা লরির ক্ষেত্রে ৪ ঘণ্টা পার্কিং করলে এখন থেকে দিতে হবে ২৪০ টাকা। পাঁচ ঘণ্টার বেশি হলেই নেওয়া হবে ৩২০ টাকা। আর এই সময়সীমা পার করলেই ঘণ্টা পিছু দিতে হবে ২০০ টাকা। এদিকে পার্কিং ফি বাড়লেও চিন্তা যাচ্ছে না বেআইনি পার্কিং নিয়ে। খোদ কলকাতা পুরনিগমের নিজস্ব তথ্য বলছে, শহরের প্রায় ৩৫ থেকে ৩৮ শতাংশ রাস্তা বেআইনি পার্কিংয়ের দখলে চলে গিয়েছে। অভিযোগ, বছরের পর বছর ধরে প্রতিটি বেআইনি পার্কিং লট নিয়ন্ত্রণ করছে ক্ষমতায় থাকা দলের ইউনিয়নগুলি। শহরের প্রায় প্রতিটি কোণে কোণে এখন বেআইনি পার্কিংয়ের রমরমা।
আরও পড়ুন – সপ্তম “ভারত গৌরব” ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে।
অন্যদিকে বাস, লরি পার্কিংয়ের ফি-ও এ ধাক্কায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতদিন বাস, লরি পার্কিংয়ের ক্ষেত্রে ২০ টাকা দিতে হতো। নতুন ফি কাঠামোয় দিতে হবে ৪০ টাকা। অন্যদিকে ৪ চাকা গাড়ির ক্ষেত্রে ২ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ৪০ টাকা। ৩ ঘণ্টার জন্য তা আবার ডাবল। দিতে হবে ৮০ টাকা। ৪ ঘণ্টা হয়ে গেলেই দিতে হবে ১২০ টাকা। ৫ ঘণ্টার পার হলেই দিতে হবে ১৬০ টাকা। ৫ ঘণ্টার সময়সীমা পার হলেই ঘণ্টা পিছু দিতে হবে ১০০ টাকা।