Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
পিকআপ ভ্যান আটকালেন অগ্নিমিত্রা ,

গাড়ি থামিয়ে গোরু বোঝাই পিকআপ ভ্যান আটকালেন অগ্নিমিত্রা

গাড়ি থামিয়ে গোরু বোঝাই পিকআপ ভ্যান আটকালেন অগ্নিমিত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গাড়ি থামিয়ে গোরু বোঝাই পিকআপ ভ্যান আটকালেন অগ্নিমিত্রা , গরু পাচারের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিংপিন-দের অনেকেই এখন হাজতে। তিহাড়ে কেষ্ট। কিন্তু তা বলে কী গরু পাচার থেমে? একেবারেই না। প্রত্যন্ত গ্রামের সরু গলিপথ বেয়ে সীমান্ত পেরিয়ে ঠিক হাতবদল হয়ে যাচ্ছে গরুর। এবার গরু পাচার হাতে নাতে রুখলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অভিযোগ পুরুলিয়া থেকে পিকআপ ভ্যান বোঝাই করে সাতটি গরু যাচ্ছিল আসানসোল রেলপার এলাকায়। কসাইখানার উদ্দেশেই নিয়ে যাচ্ছিল গরুগুলিকে। মাঝ পথেই নাটকীয়ভাবে ভ্যান আটকালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্রিমিত্রা পাল। শুক্রবার সকালে দলীয় কাজে যাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল। ভগৎ সিং মোড়ের রাস্তা দিয়ে ঠিক তাঁর কনভয়ের আগেই যাচ্ছিল একটি পিক আপ ভ্যান। গাড়িতে কয়েকটি গরু দেখতে পেয়ে সন্দেহ হয় বিধায়কের।

 

 

 

 

 

গরু পাচার মামলাতেই বর্তমানে তিহাড় জেলে শাসকদলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। জেলে তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। গরু পাচারে এর আগে বিএসএফ কর্তারও যোগ মিলেছে। কিন্তু এত সবের পরেও একেবারে ‘মাইক্রো লেভেলে’যে গরু পাচার অব্যহত, তা নিয়ে আরও একবার সরব হলেন বিজেপি বিধায়ক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পুলিশ প্রশাসন তার কাজ করছে। অভিযুক্তদের থেকেই চক্রের পান্ডার খোঁজ করতে হবে।

 

 

 

 

শুক্রবার সকালে দলীয় কাজে যাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল। ভগৎ সিং মোড়ের রাস্তা দিয়ে ঠিক তাঁর কনভয়ের আগেই যাচ্ছিল একটি পিক আপ ভ্যান। গাড়িতে কয়েকটি গরু দেখতে পেয়ে সন্দেহ হয় বিধায়কের। তিনি তাঁর গাড়ি চালককে দ্রুত চালাতে বলেন। ওই গাড়িটির পথ আটকান তিনি। গাড়ি থামিয়ে কথা বলেন পিক আপ ভ্যানের চালকের সঙ্গে। বিধায়ক চালকের কাছে কাগজপত্র দেখতে চান। অভিযোগ, বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক। তিনি গাড়িটি আটকে রাখেন। ফোন করেন আসানসোল দক্ষিণ থানায়। ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ কর্মীরাও খতিয়ে দেখেন বৈধ কোনও কাগজপত্র নেই।

 

 

আরও পড়ুন –   দলবল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু কিন্তু কেন ?

 

 

এরপর গরুগুলিকে থানাতে নিয়ে যাওয়া হয়। এমনকি যে কাগজ দেখানো হয়েছিল, তাতে ২টি গরুর কথা উল্লেখ ছিল। অভিযোগ, গাড়িতে ছিল ৭টি গরু। অগ্নিমিত্রা পালের অভিযোগ, এখনও পর্যন্ত সিবিআই তদন্ত চলছে। কিন্তু তার মধ্যেও গরু পাচার অব্যহত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top